
আজ মঙ্গলবার | ১৯ জানুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ | ৫ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ | ৫ জমাদিউস সানি ১৪৪২ হিজরি | রাত ২:৩৩
ফোরসাইড নিউজ : পবিত্র ঈদুল আযহার দ্বিতীয় দিনে ”বিকশিত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে” এই স্লোগান নিয়ে অন্বেষা গণগ্রন্থগারের ঈদ পুনর্মিলনী 2020 অনুষ্ঠিত হয়।
যুবায়ের আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেন শেখ সাজিদ বিন শফিক।
স্বাগত বক্তব্য প্রদান করেন শেখ নাইমুল ইসলাম। গণগ্রন্থগারের অতীত কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মসূচি তুলে ধরেন এনামুল হাসান চৌধুরী।
অতিথিদের মধ্য থেকে বক্তব্য প্রদান করেন – বিষ্ণুপুর ইউনিউনের সাবেক চেয়ারম্যান আ হ ম শফিকুর রহমান হানিফ, শ্রীপুর ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত বাংলা প্রভাষক আব্দুল মন্নান চৌধুরী, মহেষপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মিসবাহ উদ্দিন হারিস স্যার, রূপা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসাইন , নুজুম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর চৌধুরী হাসান মাহমুদ, প্রভাষক বিলাল হোসাইন, আইএফ আইসি ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখার অপারেশন ম্যানেজার শাহ মনির হোসাইন, সহ সুপার আব্দুল গফুর, রাজনৈতিক ব্যক্তিত্ব অলিউল্লাহ ভুইয়া প্রমুখ।
উন্মুক্ত আলোচনায় অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন রাকিবুল, আ: রাজ্জাক, তানজিম হাসান নাবিল ও হোজ্জাতুল্লাহ।
উল্লেখ্য ২০০৭ সালের ২৪ অক্টোবরে শফিউল আলম সুমন, নাইম আল হানাফি, যুবায়ের আহমেদ চৌধুরী, এনামুল হাসান চৌধুরী, শেখ নাইমুল ইসলাম, সাইফুল ইসলাম শাহ ও এনামুল হকের যৌথ উদ্যোগে অন্বেষা গণগ্রন্থগারের আনুষ্ঠানিক পথ চলা শুরু হয়।