
ঘরে সুন্দরী,লক্ষী বউ থাকলেও একশ্রেণীর লোক নতুন কাউকে (মেয়ে)পেলে পাগল হয়ে উঠে,ঘরের বউকে ভূলে যেতে কিংবা অস্বীকার করতেও দ্বিধাবোধ করেনা।
বি,এন,পি’র সাথে খেলাফত মজলিস,জমিয়ত প্রভৃতি ইসলামি দলগুলোর সখ্য অনেক দিনের পুরনো।হাজার ঝড়-ঝাপ্টা,প্রলোভনেও তারা জোট ছাড়েনি। ফলাফল? জনসমর্থনহীন দল ও জনবিচ্ছিন্ন নেতা কামাল,রবের সান্নিধ্যে এসেই আমূল বদলে গেল বি,এন,পি।সংলাপের প্রতিনিধি দলে ইসলামি দলগুলোর কোন প্রতিনিধিকেই রাখা হয়নি।
দুঃসময়ের সাথীবৃন্দকে ভূলে সুসময়ের কোকিল নিয়ে মাতামাতি করা কতটুকু দূরদর্শীতার মধ্যে পড়ে তা নিয়ে আমি কোন মন্তব্য করতে চাইনা তবে সময় তার উত্তর ঠিকই দেবে।তারজন্য পাঁচ-ছয় বছর অপেক্ষা করতে হবেনা,পাঁচ-ছয় মাসেই মিলে যাবে।
অপরদিকে আওয়ামীলীগের সাথে সর্বকালের সেরা সু-সম্পর্ক চলছে অনেক ইসলামী দল ও সংগঠনগুলোর। এ নিয়ে বি,এন,পি সমর্থক ও খোদ ইসলামী দলগুলোর ভেতরেই চলছে টিটকারী ও কটাক্ষ। সবশেষে বলতে চাই,আওয়ামীলীগের সাথে অনেক ইসলামী দল ও সংগঠনের এই মেলবদ্ধনের পালে ঐক্যফ্রন্ট আরেকটু হাওয়াই দিল।
মুফতী গোলাম রব্বানী