
ফোরসাইডনিউজ২৪.কম : রাজধানীর বনানীর এফআর ভবনে আগুন লাগার পর ভবনের বিভিন্ন ফ্লোরে আটকে পড়া দুর্ভাগা মানুষরা জানালা দিয়ে হাত বাড়িয়ে বাঁচার আকুতি জানিয়েছে।ওই ঘটনায় এখন পর্যন্ত ২২ জনকে বের করে আনা হয়েছে।
কেউ কেউ আবার আগুনের খবরে হুড়োহুড়ি আর আটকে পড়াদের আর্তনাদের মধ্যেই কয়েকজন ভবনের শরীর ঘেষে থাকা ক্যাবল (তার) ধরে নামতে থাকেন। কিছুদূর আসার পর তাদের কয়েকজন সরাসরি নিচে পড়ে গুরুতর আহত হন।
তবে, কয়েকজনকে পাশের ভবনের লোকজন মাঝপথেই উদ্ধার করতে সমর্থ হন।
সন্ধ্যার সময়ও আগুন নেভাতে দমকল কর্মীদের সঙ্গে ভবনের ওপরে আকাশে হেলিকপ্টারের টহল এবং বালি, গ্যাস ও পানি দিতে দেখা যায়।
ভয়াবহ আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে। এছাড়া রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে কমপক্ষে ৩৯ জনকে ভর্তি করা হয়েছে। ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত ২৩ জনকে।
এখন পর্যন্ত ৬ জন নিহত হওয়ার খবর নিশ্চত হওয়া গেছে তবে হতাহতের সংখ্যা আরো বাড়ছে। নিহতরা হলেন পারভেজ সাজ্জাদ (৪৭), মামুন (৩৬), আমিনা ইয়াসমিন (৪০), আব্দুল্লাহ আল ফারুক (৩২), মনির (৫০) ও মাকসুদুর (৩৬)। নিহত ও আহতদের খোঁজ নিতে হাসপাতালগুলোতে ভিড় করছেন অনেকে।
দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে বনানীর ১৭ নম্বর সড়কের ১৯তলা এফআর ভবনে আগুন লাগে। সন্ধ্যা ছয়টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট কাজ করছে।