
আজ বৃহস্পতিবার | ৩০ জুন ২০২২ খ্রিস্টাব্দ | ১৬ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ | ৩০ জিলকদ ১৪৪৩ হিজরি | দুপুর ১:৩৩
ফোরসাইড নিউজ২৪.কম, মিরপুর থেকে : টি২০ ইন্টারন্যাশনাল থেকে অবসর নিয়ে ফেলেছেন বছর দেড়েক আগে, টেস্টে ঘোষনা না আসলেও সাদা জার্সিতে ম্যাশকে দেখার সম্ভাবনা নেই বললেই চলে, পরবর্তী বিশ্বকাপের পর ওডিআইতেও আর দেখা যাবে না বলে যে গুঞ্জন উঠেছিলো তা এখন বাস্তবে রূপ নেয়ার পথে, ইদানিং মাশরাফির নিজের মুখেও শোনা যাচ্ছে বিশ্বকাপের পর জার্সিটা তুলে রাখার সম্ভাবনার কথা।
এসব সম্ভাবনা সত্য ধরে নিলে আজই বাংলাদেশের জার্সি গায়ে হোম অব ক্রিকেটে শেষবারের মতো বল হাতে দেখা যাবে নৌকার প্রতিক প্রাপ্ত মাশরাফিকে।
এখন পর্যন্ত শেরে বাংলায় ৪টি টেস্ট, ৬৩টি ওডিআই এবং ১৫টি টি২০ ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন মাশরাফি যাতে সর্বমোট ১০৯টি উইকেট শিকার করেছেন, এই মাঠে যা দ্বিতীয় সর্বোচ্চ।
ব্যাট হাতে ওডিআই ক্যারিয়ারের একমাত্র ফিফটি (৫১*) এবং টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসও (৭০) এ মাঠ থেকেই এসেছে।
ক্যাপ্টেন মাশরাফির জন্য এই মাঠ বড়ই আপনত্ব ছিলো বলা যায়, ওডিআইতে তার অধিনায়কত্বে ২৬ ম্যাচের ২০ ম্যাচেই জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ!
১০টি টি২০ ইন্টারন্যাশনাল ম্যাচে জয় পরাজয় সমান ৫টি করে।
এই মাঠে ৩টি পুর্নাঙ্গ ওডিআই সিরিজের অধিনায়কত্বে মাশরাফি সফল হয়েছেন ৩বারই!
ব্যাক্তিগত কিংবা দলীয় সাফল্য ; মাশরাফি সবটুকুই পেয়েছেন এ মাঠ থেকে, আজ আরেকবার আসবেন টস করতে, হয়তো লাল-সবুজের জার্সি গায়ে শেষবারের মতো।
ভারত পাকিস্তান বধের মতো অনেক সুখস্মৃতির জন্য শেরে বাংলা স্টেডিয়াম মাশরাফির স্মৃতিতে অনন্তকালের জন্য থেকে যাবে, হোম অব ক্রিকেটেও মিস করবে বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তন করে দেয়া এক নায়ককে, রানআপের সময়ের গগনবিদারী চিৎকারটাও মিস করবে বাংলার ক্রিকেটপ্রেমীরা।