
আজ বৃহস্পতিবার | ২৫ ফেব্রুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ | ১২ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ | ১২ রজব ১৪৪২ হিজরি | সকাল ৮:৩২
ফোরসাইডনিউজ২৪.কম ডেস্ক রিপোর্ট : সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ দেশের মোট আটটি সাধারণ শিক্ষা বোর্ডসহ কারিগরি ও মাদ্রাসা বোর্ডে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ১৩ লাখ ৫১ হাজার ৩শ’ ৯ জন পরীক্ষার্থী।
১ এপ্রিল শুরু হয়ে এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১১ মে। ১২ মে থেকে শুরু হওয়া ব্যবহারিক পরীক্ষা শেষ হবে ২৬ মে’র মধ্যে।
এবারের পরীক্ষায় সতর্কতা হিসেবে বিষয় ও সেট মিলিয়ে ছাপা হয়েছে ৩ হাজার ৯শ’ প্রকার প্রশ্ন। অন্য বছরের চেয়ে এবার এই পরীক্ষার সঙ্গে যুক্ত হয়েছে বাড়তি কিছু সতর্কতা।
প্রশ্নফাঁস নিয়ে গুজবে কান না দিয়ে শিক্ষার্থীদের মন দিয়ে লেখাপড়া করার অনুরোধ জানিয়েছেন শিক্ষাবোর্ডগুলোর সমন্বয়ক জিয়াউল হক।
আন্তঃশিক্ষা বোর্ড বলছে, পরীক্ষার প্রশ্নের নিরাপত্তা নিয়ে কঠোর দৃষ্টি রাখছে সরকার।
পরীক্ষা শেষে সর্বোচ্চ ২ মাসের মধ্যে ফলাফল প্রকাশ হওয়ার কথা রয়েছে।