
আজ বৃহস্পতিবার | ২৬ মে ২০২২ খ্রিস্টাব্দ | ১২ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ | ২৪ শাওয়াল ১৪৪৩ হিজরি | দুপুর ১:৫৪
ফোরসাইড নিউজ২৪.কম স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে আম্বাতি রায়ডুর বোলিংয়ের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে আইসিসি। সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে ১৪ দিনের মধ্যে তাকে টেস্টের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা। কিন্তু তাতে হাজির না হওয়ায় এই ভারতীয় অলরাউন্ডারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। যদিও ঘরোয়া ম্যাচে তার বোলিংয়ের ক্ষেত্রে কোনও বাধা নেই।
গত ১৩ জানুয়ারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে রায়ডুর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে।
সোমবার আইসিসির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘সন্দেহজনক বোলিংয়ের অভিযোগ ওঠার প্রেক্ষিতে নির্দিষ্ট ১৪ দিনের মধ্যে সংশ্লিষ্ট ক্রিকেটার বোলিং অ্যাকশনের পরীক্ষা দেননি। যে কারণে অবিলম্বে বোলিংয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করা হল। পরীক্ষা দিয়ে নিজেকে সন্দেহমুক্ত না করা পর্যন্ত তার বোলিংয়ের ওপর এই নিষেধাজ্ঞা জারি থাকবে।’
আইসিসির বিধির ৪.২ ধারা অনুসারে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
সূত্র: ক্রিক-ইনফো