
অনুষ্ঠান কর্মসূচি
আল্লামা শামছুল হক ফরীদপুরী( ছদর) সাহেব ( রাহ.) এর সাহেবজাদা ঐতাহ্যবাহী গওহর ডাঙ্গা মাদ্রাসার মুহতামিম আল্লামা রুহুল আমিন ফরীদপুরী’র কাতার আগমন উপলক্ষে ১১জুলাই( বুধবার) থেকে ১৩ জুলাই( শুক্রবার) পর্যন্ত বিভন্ন অনুষ্ঠান কর্মসূচির আয়োজন করেছে ” মজলিসে ইত্তেহাদুল মুসলিমীন দোহা- কাতার”। সেই ধারাবাহিকতায়, ১১ জুলাই( বুধবার) বাদ এশা গানেম মসজিদে উলামা সমাবেশ, ১২ জুলাই( বৃহস্পতিবার) বাদ এশা ওমানি মার্কেট মসজিদে ওয়াজ মাহফিল ও ১৩ জুলাই ( শুক্রবার) বাদ এশা ফানার হল রুমে সেমিনার অনুষ্ঠিত হবে। উপরেউল্লেখিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ নসীহত প্রদান করবেন। কাতারে অবস্থানরত প্রবাসী ধর্মপ্রাণ মুসলমান সকলের উপস্থিতির জন্য ইত্তেহাদুল মুসলিমীন কাতার’র পক্ষ থেকে বিনীত আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া ফানার’র প্রোগ্রাম শেষে নৈশভোজের আয়োজন করা হয়েছে।