
গতকাল শেষ হয়েছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসরের। ফাইনালে ইংল্যান্ডকে আট উইকেটে হারিয়ে শিরোপা জিতে নেয় অস্ট্রেলিয়া। চতুর্থবারের মত শিরোপা জিতে নেয় অসিরা। টুর্নামেন্ট শেষে বিশ্বকাপের দল ঘোষণা করেছে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ১২ জনের দলে দ্বাদশ খেলোয়াড় হিসেবে জায়গা পেয়েছেন বাংলাদেশের জাহানারা আলম।
১২ জনের দলে সবচেয়ে বেশি খেলোয়াড় রয়েছে ভারত ও ইংল্যান্ড থেকে তিনজন করে। এবারের নারী বিশ্বকাপে চার ম্যাচে ১০ দশমিক ১৬ গড়ে ছয় উইকেট নিয়েছেন জাহানারা। তার সেরা বোলিং ফিগার ছিলো ২১ রানে তিন উইকেট।
আইসিসির বিশ্বকাপ দল: আলিসা হিলি (অস্ট্রেলিয়া), স্মৃতি মান্দানা (ভারত), এমি জোন্স (ইংল্যান্ড), হারমানপ্রিত কাউর (ভারত), দিন্দ্রা ডটিন (ওয়েস্ট ইন্ডিজ), জাভেরিয়া খান (পাকিস্তান), এলিসি পেরি (অস্ট্রেলিয়া), লিগ কাসপারেক (নিউজিল্যান্ড), এনিয়া শুরুবসোল (ইংল্যান্ড), কিরস্টাই গর্ডন (ইংল্যান্ড), পুনম যাদব (ভারত) ও জাহানারা আলম (বাংলাদেশ, দ্বাদশ খেলোয়ার। )