
আজ মঙ্গলবার | ১৯ জানুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ | ৫ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ | ৫ জমাদিউস সানি ১৪৪২ হিজরি | রাত ২:২৯
ইন্দোনেশিয়ায় সুনামি
সাগরের তীর জুড়ে শত শত মিটার শুধু ধ্বংসস্তুপ।
ভাঙা কংক্রিট, ইট-সুরকি, দুমড়ে-মুচড়ে যাওয়া বাড়িঘর, উল্টে যাওয়া মাছধরা নৌকো, চারদিকে শুধু হাহাকার।
বাতাসে কেমন বিকট একটা গন্ধ। যদি আপনি নিকটবর্তী মেডিক্যাল ক্লিনিকটার দিকে তাকান, দেখবেন সেখানে সব মৃতদেহগুলো সার বেঁধে রাখা হচ্ছে। বুঝতে অসুবিধে হয় না, গন্ধটা এখান থেকেই আসছে ।
যে ভুমিকম্প থেকে এই সুনামি – সেটার মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৫। তার আঘাত কত জোরদার ছিল তা বোঝা যায় চারদিকের ধ্বংসের মাত্রায়, ভেঙ্গে পরা বাড়িঘর দেখে আর লাশের গন্ধে।
জীবিতরাও আছে। তাদের দেখা যাচ্ছে ধ্বংসস্তুপের মধ্যেই।
কেউ অপেক্ষা করছে তাদের কোন প্রিয়জনের যদি দেখা মেলে সেই আশায়। কেউ বা ধ্বংসস্তুপের একটি অংশ পাহারা দিচ্ছে – যা এই সেদিনও তার বাড়ি ছিল।