
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার হবে এমন ভোটকক্ষগুলোয় সর্বোচ্চ ৪৫০ ভোটার রাখার নির্দেশনা দিয়ে নির্বাচন কমিশনের মাঠপর্যায়ে চিঠি দেয়া হয়েছে। এজন্য প্রয়োজনে ভোট কেন্দ্রের গেজেট সংশোধন করার কথা জানানো হয়েছে ওই চিঠিতে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয় থেকে মাঠপর্যায়ে পাঠানো চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ইসির কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গড়ে ২ হাজার ৫০০ ভোটারের জন্য একটি ভোট কেন্দ্র এবং গড়ে ৬০০ পুরুষের জন্য একটি ও ৫০০ নারী ভোটারের জন্য একটি ভোটকক্ষ রাখা হয়েছে। নতুন এ নির্দেশনার ফলে প্রতিটি ভোটকক্ষে ৪৫০ জন ভোটারের জন্য একটি ভোটকক্ষ নির্ধারণ করতে হবে। এতে অতিরিক্ত ভোটকক্ষের প্রয়োজন হবে।
এদিকে ইসির চিঠিতে বলা হয়, ইভিএমের জন্য নির্ধারিত ছয়টি আসনে (ঢাকা-৬, ঢাকা-১৩, রংপুর-৩, খুলনা-২, সাতক্ষীরা-২ ও চট্টগ্রাম-৯) সুষ্ঠুভাবে ভোট গ্রহণের লক্ষ্যে কক্ষপ্রতি ভোটার বিন্যাস ৪০০ থেকে ৪৫০-এর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। ভোট কেন্দ্রের গেজেটে ভোটকক্ষের সংখ্যায় ও প্রয়োজনীয় ক্ষেত্রে অস্থায়ী কক্ষের সংখ্যায় সংশোধনের প্রস্তাব পাঠানো প্রয়োজন।
অপরদিকে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত আরেক চিঠিতে বলা হয়, ছয়টি আসনে ৮৪৫টি ভোট কেন্দ্র এবং ৫ হাজার ৫১টি ভোটকক্ষ থাকবে। ৫ শতাংশ হারে অতিরিক্তসহ এতে মোট ৮৮৭ জন প্রিসাইডিং অফিসার, ৫ হাজার ৩০৪ জন সহকারী প্রিসাইডিং অফিসার এবং ১০ হাজার ৬০৮ জন পোলিং অফিসার থাকবেন। এ লক্ষ্যে আসন ছয়টির ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ ও প্রশিক্ষক প্রশিক্ষণের আয়োজন করা প্রয়োজন।
তথ্য সূত্র:যুগান্তর