
ফোরসাইডনিউজ২৪.কম : ঈদ মানে আনন্দ, আর ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে চাই ঈদের ছুটি সবাই প্রতিনিয়ত ও চিন্তা থাকে যে আমার কত দিন ছুটি হবে, কি করবো? বর্তমানে কাতার সরকার ছুটিতে কোন ভাবে পিছিয়ে থাকে না যাতে তার দেশের জনগণ আনন্দটাকে অনেক ভাগাভাগি করে নিতে পারে। তাইতো কাতার আমেরি দেওয়ান ঘোষণা দিয়ে দিলেন এবারের পবিত্র ঈদুল আযহার ছুটি। ছুটি শুরু হচ্ছে রবিবার ১১ই আগস্ট থেকে ১৫ই আগস্ট পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করলেন। তার মানে ৮ই আগস্ট বৃহস্পতিবার হচ্ছে কর্মদিবসের শেষ দিন এবং সবাই আবার আগের মতো করে কর্মব্যস্ততা শুরু হবে ১৮ ই আগস্ট রবিবার থেকে। ১১ থেকে ১৫ ই আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে কাতারের সকল সরকারি অফিস-আদালত।
বাংলাদেশ দূতাবাস, দোহা-কাতার ১১ই আগষ্ট রবিবার থেকে ১৩ই আগষ্ট মমঙ্গলবার পর্যন্ত বন্ধ থাকবে, শুধুমাত্র জরুরি সেবা প্রদানের জন্য দূতাবাস সক্রিয় থাকবে।