
আজ বৃহস্পতিবার | ৩০ জুন ২০২২ খ্রিস্টাব্দ | ১৬ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ | ৩০ জিলকদ ১৪৪৩ হিজরি | দুপুর ১:১৪
ছোট্টছোট্ট দুটো বাচ্চার কাছ থেকে যে শিক্ষা পেয়েছি তা সত্যিই অবাক করার মতো।
বাজারে গিয়েছি মাল কিনে ওজন করার জন্যে সিরিয়ালে দাড়িয়ে আমি আমার বাসকেটটা রেখে অন্য আরেকটা পণ্য কিনে এসে দেখলাম বাচ্চা দুটো দাড়িয়ে আছে আমার বাসকেটের কাছে তখন আমি বাসকেটটা নিয়ে পিছেনে দাড়ানোর জন্যে গেলাম তখন বলল
No That’s a ur place so stay here plz, I’ll go back.
Me: plz no problem, u can take it.
Child : Thank u very much for ur help.
Me: It’s ok my dear.
তখন দেখলাম তাদের দুজনের হাতেই মাল আর সেইগুলো কিছুটা ওজনের আমি বললাম আমার বাসকেটে রাখতে পারো তারপর।
Child : Thank u, I m so sorry
Me : why?
Child : cause i can’t give u pain, Thnx for ur asking.
Me : r u along here?
Child : my mom is with us but she stay in counter & she need to see can we buy something?
সত্যিই অবাক ছোট্ট বাচ্চাদের এমন আচরণে তাই বলি একজন মা পারে সন্তানকে সঠিক শিক্ষা দিতে। আমরা যদি এমন শিক্ষাই গড়ে তুলতে পারতাম আমাদের সন্তানকে তাহলে আজ আমরাও বিবেকবান জাতি হতাম।
বি.দ্র. : বাচ্চাগুলো ব্রিটেনের নাগরিক।