আর এ বিশ্বকাপ সামনে রেখে ইতোমধ্যে নিজেদের রণকৌশল সাজাতে ব্যস্ত হয়ে পড়েছেন কোচ ও নির্বাচকরা। তবে রণকৌশল ও টিম কম্বিনেশনের পাশাপাশি ক্রিকেটারদের স্বাস্থ্য থেকে শুরু করে তাদের ফিটনেসের দিকে যেন বাড়তি গুরুত্ব দিচ্ছে ভারতীয় ক্রিকেটবোর্ড। এ জন্য বিশ্বকাপ চলাকালীন সময়ে ধোনি-কোহলিদের সঙ্গে থাকবেন বিশেষ বাবুর্চি।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছেে, এ বিশেষ বাবুর্চিকে নিয়ে ইংল্যান্ডে পা রাখবে ভারতীয় ক্রিকেট দল। বিশ্বকাপ চলাকালীন ক্রিকেটাররা যেন তাদের চাহিদা ও পছন্দ অনুযায়ী খাবার খেতে পারেন এ জন্য এই ব্যবস্থা নিতে যাচ্ছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া।
গত বছর ইংল্যান্ড সফরের অভিজ্ঞতা থেকেই মূলত ক্রিকেটারদের সঙ্গে বাবুর্চিকে পাঠানোর উদ্যোগ নিয়েছে বিসিসিআই। কারণ হিসেবে জানা যায়, গত বছরের জুলাইয়ে ইংল্যান্ড সফরের সময় সেখানকার হোটেলে নিজেদের পছন্দমতো খাবার পাননি বিরাট কোহলিরা। এ জন্য বাইরের খাবারের ওপর নির্ভর করে থাকতে হয়েছিল তাদের।
এখানেই শেষ নয়; কয়েকটি হোটেলের বিরুদ্ধে সঠিকভাবে জিমের সুবিধা না দেওয়ার ও অভিযোগও ছিল তাদের। এসব অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থাপনায় কোনোরকম ঘাটতি না রাখতে বিসিসিআইকে অনুরোধ জানায় টিম ম্যানেজমেন্ট। সেই ধারাবাহিকতায় প্রথম পদক্ষেপ হিসেবে দলের সঙ্গে একজন বাবুর্চি পাঠানোর সম্মতি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।