ফোরসাইড নিউজ২৪.কম ডেস্ক রির্পোট:
ভোটের দিন ভোটারদের দ্রুত ভোট কেন্দ্রে এসে ভোট দেয়ার আহ্বান জানিয়ে যে কোনো পরিস্থিতিতে কেন্দ্র না ছাড়ার কথা জানিয়েছেন ঢাকা ৪ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব সালাহ্উদ্দিন আহমেদ।
রোববার নিজের নির্বাচনী এলাকার বিভিন্ন অলিগলিতে প্রচারণা চালানোর পাশাপাশি ভোটারদের কাছে এই কথা বলেন তিনি। এর আগে সকালে নিজের শ্যামপুরের বাসা থেকে প্রায় তিন শতাধিক নেতাকর্মী নিয়ে মিছিল আকারে গণসংযোগে নামেন জাতীয় ঐক্যফ্রন্টের এই প্রার্থী।
প্রচার-প্রচারণা চালানোর সময়ে হ্যান্ডমাইকে ভোটারদের উদ্দেশ্য করে সালাহ্উদ্দিন আহমেদ বলেন, ‘আপনারা ৩০ তারিখ সকাল সকাল ভোট কেন্দ্রে এসে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে যাবেন। আপনার ভোট সুরক্ষিত রাখতে আমরা ভোট কেন্দ্রে থাকবো। যে কোনো মুল্যে কেন্দ্র ছাড়বো না। ফল নিইে তবেই ঘরে ফিরবো।’
এ সময় স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে প্রচারণায় প্রতিবন্ধকতা সৃষ্টি অভিযোগ তোলেন ধানের শীষের এই প্রার্থী।
“যখন থেকে আমরা প্রচারনা শুরু করেছি, প্রশাসনের পক্ষ থেকে বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। দিনে যারা আমার সঙ্গে প্রচারণায় নামেন, রাতে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে পুলিশ হয়রানি করে, গ্রেপ্তার করে। এভাবে তো সুষ্ঠু ভোট হবে না। প্রার্থী যদি প্রচারই না চালাতে যারে তাহলে ভোট কি হবে তা সহজেই অনুমান করা যাচ্ছে।”
তিনি বলেন, ‘শত বাধা দিয়েও আজ মানুষকে আটকানো যাচ্ছে না। তরুন থেকে বৃদ্ধ সবাই রাস্তায় নেমে গেছে। তারা স্বতস্ফুর্তভাবে তাদের ভোট দিতে চায়। তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করতে চায়। কোনো বাধাই ৩০ তারিখ তাদের আটকে রাখতে পারবে না।’
দিনভর ঢাকা সংসদীয় আসনের শ্যামপুর সরকারি মডেল কলেজ, বড় মসজিদ, শহীধ মোক্তার হোসেন রোড, লাল মিয়া সরদার রোড, দারোগা বাড়ি রোড, হাজী খোরশেদ আলী রোড, জুরাইন কমিশনার রোড, মুরাদপুর হাইস্কুল রোড, মাদ্রাসা রোডমহ বিভিন্ন অলিগলিতে গলিতে ভোটরদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চান সালাহ্উদ্দিন আহমেদ।
এলাকায় ৭৫ ভাগ এলাকায় গনসংযোগ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বাকি দু’একদিনের মধ্যে পুরো এলাকায় প্রচারণার কাজ শেষ করতে পারবেন তিনি।
সাবেক সাংসদ থাকাকালীন তিনি কি উন্নয়ন করেছেন, সেসবের ব্যাখ্যা দিয়ে ভোটারদের কাছে ভোট চাওয়ার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনার কথাও জানান ধানের শীষের এই প্রার্থী। তিনি বলেন, ‘এই এলাকায় ১’শ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও একটি শ্রমজীবী হাসপাতাল নির্মানের খুব প্রয়োজনবোধ করছি। নির্বাচিত হলে এই বিষয়ে হাত দেবো। তাছাড়া ৪টি কমিউিনিটি সেন্টার এবং অগ্রাধিকার ভিত্তিতে জলবদ্ধতা নিরসনে কাজ শুরু করবো।’