
ফোরসাইড নিউজ২৪.কম : কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, সিলেট এসে মানুষের যে উচ্ছ্বাস দেখেছি এই উচ্ছ্বাস দেখেছি তা যদি ভালো কাজে লাগানো যায় তাহলে ঐক্যফ্রন্টের বিজয় ছিনিয়ে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আমরা ভোটারের বিজয়, জনগরের বিজয় ছিনিয়ে আনবো।
বঙ্গবীর কাদের সিদ্দিকী বুধবার সন্ধ্যায় সিলেটের হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এমন মন্তব্য করেন।
এসময় তিনি আরও বলেন, ৩০০ আসনেই আমাদের একজন প্রার্থী। তিনি খালেদা জিয়া। অন্য সকলে তার প্রতীক। ফলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সিলেটে আসতে তাদের বাধা দেওয়া হয়েছে অভিযোগ করে কাদের সিদ্দিকী বলেন, আমাদের বিমান ছিলো ২টায়। কিন্তু এসেছি বিকেল ৪টায়। আমাদের বিমান অহেতুল বিলম্ব করেছে। সরকারের দিক থেকে ঠিক হয়নি। আমাদের সহযোগিতা করা উচিত ছিলো।
বুধবার ড. কামাল হোসেনসহ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা সিলেট এসে মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন