
আজ বৃহস্পতিবার | ৩০ জুন ২০২২ খ্রিস্টাব্দ | ১৬ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ | ৩০ জিলকদ ১৪৪৩ হিজরি | দুপুর ১২:৪২
ফোরসাইড নিউজ২৪.কম দোহা থেকে সি এম হাসান : সদ্য প্রয়াত কবি ও সাংবাদিক আল মাহমুদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া এবং তার জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ লেখক-সাংবাদিক অ্যাসোসিয়েশন কাতার।
বুধবার কাতারে নাজমায় মিষ্টিমেলা রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক আমিনুল হক।
প্রধান অতিথি ছিলেন কাতার বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আনোয়ারুল হাসান। সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন শামীমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন প্রভাষক আবু শামা, মাওলানা ইউসুফ নূর, শিক্ষক তাফসির উদ্দিন, ক্রিকেট কোচ আমিনুল ইসলাম, সোলাইমান খান, রাজ রাজিব, তৌফিক-ই-চৌধুরী প্রমুখ। এসময় আরও বক্তব্য ও কবিতা আবৃত্তি করেন প্রকৌশলী তানিম, কবি শামস রবি ও নূরে আলম জাহাঙ্গীর।
শাহ আলম খন্দকার, শফিকুল ইসলাম তালুকদার, সিএম হাসান, মোশারফ হোসেন জনি, শেখ ফারুক, ইকবাল হোসেন রনি, বাপ্পী রেজা, ইয়াকুব খান, মোহাম্মদ খায়েস প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নশ্বর এ পৃথিবীতে কবি না থাকলেও তার অমর কীর্তিই তাকে মানুষের মাঝে বাঁচিয়ে রাখবে চিরকাল। পরে মরহুমের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।