
আজ বৃহস্পতিবার | ৩০ জুন ২০২২ খ্রিস্টাব্দ | ১৬ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ | ৩০ জিলকদ ১৪৪৩ হিজরি | দুপুর ১:০০
ফোরসাইডনিউজ২৪.কম সিএম হাসান কাতার থেকে :১৯৮০ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন কাতারের সবচেয়ে বিচক্ষণ ও দক্ষ নেতৃত্বের অধিকারী এই তরুন আমির।
১৯৯৭ সালে ব্রিটেনের শেরবর্ন স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর ব্রিটেনের রয়েল মিলিটার একাডেমি স্যান্ডহার্সট থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।
ব্রিটেনে উচ্চ শিক্ষা শেষে তিনি কাতারে ফিরে আসেন এবং দেশের শাসনকাজে বাবার সঙ্গে থেকে নিজেকে প্রতিনিয়ত যোগ্য করে তোলায় আত্মনিয়োগ করেন।
মাতৃভাষা আরবির পাশাপাশি তিনি ইংরেজি ও ফরাসিভাষায় বেশ পারদর্শী। তাঁর নেতৃত্বসুলভ যোগ্যতা মধ্যপ্রাচ্য ও আরব অঞ্চলের অন্য সব নেতার চেয়ে ভিন্ন।
২০০৩ সালের ৫ আগস্ট তিনি কাতারের যুবরাজ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
২০১৩ সালের ২৫ জুন বাবা শেখ হামাদ বিন খলিফা আলথানির কাছ থেকে কাতারের আমির হিসেবে যখন শাসনভার গ্রহণ করেন শেখ তামিম বিন হামাদ আলথানি, তখন তাঁর বয়স মাত্র ৩৩ বছর।
এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের সর্বকনিষ্ঠ শাসক হিসেবে তিনি বিশ্ব রাজনীতির মঞ্চে আর্বিভূত হন। সেই থেকে আজ অবধি উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার অগ্রযাত্রায় কাতারকে দক্ষ নেতৃতে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই তরুণ আমির।