
আজ বৃহস্পতিবার | ২৬ মে ২০২২ খ্রিস্টাব্দ | ১২ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ | ২৪ শাওয়াল ১৪৪৩ হিজরি | দুপুর ১:৩৬
ফোরসাইডনিউজ২৪.কম :
কাতারের জাতীয় দিবস উপলক্ষে ৩৩৩,০০০ জন যাত্রী দদোহা মেট্রো রেলে ভ্রমণ করেন, যা কাতারের অতীত সকল বিশেষ দিন বা বিশেষ অনুষ্ঠানের রেকর্ডগুলো ভঙ্গ করে।
এভাবে যদি রেলের যাত্রী সংখ্যা বৃদ্ধি পায় তাহলে রাস্তার ওপর কিছুটা যানজটের প্রভাব কমবে বলে ধারণা করছে সাধারণ যাত্রীরা। মাত্র কাতারের ২ রিয়াল দিয়ে যেকোনো জায়গায় তারা ভ্রমণ করতে পারছে এপ্রান্ত থেকে ওপ্রান্তে, এক্ষেত্রে সবচেয়ে মজার বিষয় হচ্ছে তারা তাদের সময়টাকে সেভ করছে।