
আজ শুক্রবার | ২২ জানুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ | ৮ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ | ৮ জমাদিউস সানি ১৪৪২ হিজরি | সকাল ৬:৪৬
কাতারের বাইরে কাতার ভিসা কেন্দ্র।
প্রবাসে আসা শ্রমিকদের প্রকল্পের প্রথম পর্বের 8 টি ফিঙ্গারপ্রিন্টিং, বায়োমেট্রিক ডাটা প্রসেসিং, চিকিৎসা পরীক্ষা এবং কর্মসংস্থান চুক্তির স্বাক্ষর সহ 8 টি দেশ রয়েছে। প্রথম পর্যায়ে শ্রীলঙ্কার, ইন্দোনেশিয়া, নেপাল, তিউনিশিয়া, পাকিস্তান, ভারত, বাংলাদেশ ও ফিলিপাইনের বিভিন্ন শহরে ২0 কেন্দ্র খোলা হবে। প্রকল্পটি অভ্যন্তরীণ মন্ত্রণালয় কর্তৃক প্রশাসনিক উন্নয়ন, শ্রম ও সামাজিক বিষয়ক মন্ত্রণালয় (MADLSA), পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অন্যান্য সংস্থার সহযোগিতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা কার্যকর করা হয়। এতে করে শ্রমিক প্রবাসে এসে কষ্ট করে সকাল থেকে বিকেল পর্যন্ত লাইনে দাড়িয়ে সময় ব্যায় করতে হবে না,কাতারে এসে তারা ২৪ ঘন্টায় তাদের কাতার আইডি পেয়ে যাবে।