
আজ বৃহস্পতিবার | ৩০ জুন ২০২২ খ্রিস্টাব্দ | ১৬ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ | ৩০ জিলকদ ১৪৪৩ হিজরি | দুপুর ২:০৯
ফোরসাইডনিউজ২৪.কম : কাতার প্রাইমারি হেলথকেয়ার করপরেশন(PHCC) ঘোষণা করেছেন যে বৃহস্পতিবার থেকে মাইজার হেলথ সেন্টার(HC) করোনা ভাইরাস কোভিড -১৯ পরীক্ষার সেবা দেওয়া হবে বৃহস্পতিবার থেকে। বুধবার PHCC টুইটারে মাইজার হেল্প সেন্টার এর পরিবর্তন সম্পর্কে জানায় পরিবর্তনগুলো হলো শিশুদের স্বাস্থ্য পরীক্ষা, আলট্রাসাউন্ড এবং এনসিডি অ্যাপয়েন্টমেন্টগুলি সহকারে সবগুলো অ্যাপোয়েন্টমেন্ট পরবর্তীতে আল ওয়াজবাহ স্বাস্থ্য কেন্দ্রে পুনরায় সিডিউল দেওয়া হবে ।
নিচে PHCC এর মেসেজটা তুলে ধরা হলো,
Dear client,
We would like to inform you that as of 12th March 2020, Muaither Health center will be a test and hold COVID – 19 facility pic.twitter.com/IMppFvB4Ad
— مؤسسة الرعاية الصحية الأولية (@PHCCqatar) March 11, 2020
অন্যান্য অ্যাপোয়েন্টমেন্ট গুলোর জন্য সবাইকে যে সমস্ত হেল্থ সেন্টার ভিজিট করতে বলা হয়েছে আবু বক্কর আল সিদ্দিকী, আল রাইয়ান, আল ওজবাহ অথবা আল ওয়াব স্বাস্থ্য কেন্দ্র (HC)।
সবগুলো স্বাস্থ্য কেন্দ্রের সুযোগগুলো খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেন প্রাইমারি হেলথ কেয়ার কর্পোরেশন।