
আজ বৃহস্পতিবার | ২৬ মে ২০২২ খ্রিস্টাব্দ | ১২ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ | ২৪ শাওয়াল ১৪৪৩ হিজরি | দুপুর ১:২৬
ফোরসাইড নিউজ২৪.কম কাতার ডেস্ক: কাতারে ট্রেনিং ক্যাম্প চলছে বাংলাদেশের। লক্ষ্য এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই। আসল পরীক্ষা শুরু ২২ মার্চ। তার আগে প্রীতি ম্যাচে দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।
শুক্রবার কাতার স্টার্স লিগের দল আল শাহানিয়াকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচের ৮৫ মিনিটে একমাত্র গোলটি করেন আশরাফুল ইসলাম।
এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই শুরু আগামী ২২ মার্চ, ‘বি’ গ্রুপে স্বাগতিক বাহরাইনের বিপক্ষে নেমে নিজেদের প্রথম পরীক্ষা দেবে বাংলাদেশ। জেমি ডের দলের পরের দুই পরীক্ষা ফিলিস্তিন ও শ্রীলঙ্কার বিপক্ষে।