
ফোরসাইড নিউজ২৪.কম কাতার ডেস্ক : কাতারে বর্ণিল আয়োজনে উদযাপিত হল দৈনিক যুগান্তরের ২০তম জন্মবার্ষিকী।
বাংলাদেশের শীর্ষ গণমাধ্যম এ পত্রিকাটি হাঁটি হাঁটি পা পা করে ২০ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে কাতারের রাজধানী দোহার বাণিজ্যিক এলাকা নাজমার মিষ্টিমেলা রেস্তোরাঁয় কাতারস্থ যুগান্তর পাঠক ফোরামের আয়োজনে ও বাংলাদেশ লেখক সাংবাদিক অ্যাসোসিয়েশনের সার্বিক সহযোগিতা শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠানসহ কেক কাটা, র্যালি, ও নানা কর্মসূচি পালিত হয়।
যুগান্তর পাঠক ফোরামের সভাপতি মো: জসিম উদ্দিন দুলালের সভাপতিত্বে ও যুগান্তর পত্রিকার কাতার প্রতিনিধি শফিকুল ইসলাম আবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতারস্থ বাংলাদেশ লেখক-সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক এ.কে.এম. আমিনুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন শামীম, কাতার আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম প্রধান,বিসি টোষ্ট মাষ্টার ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার আলীম উদ্দিন, কাতার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
ইঞ্জিনিয়ার আবু রায়হান, বাংলাদেশ এম.এইচ.এম. স্কুল এন্ড কলেজের প্রভাষক আব্দুল ওয়াকীল,
কাতার জাতীয় পার্টির সভাপতি হাজী বাশার সরকার, জালালাবাদ এসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী,আলনূর কালচারাল সেন্টারের নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নুর।
অনুষ্ঠানের শুরুতেই যুগান্তর প্রতিনিধিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন মিডিয়ার প্রতিনিধি ও কমিউনিটির নেতৃবৃন্দ।শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ডিবিসি নিউজ ও বাংলাদেশ প্রতিদিনের আমিনুল ইসলাম, কাতার জাসদের সাধারণ সম্পাদক তৌফিক-ই-চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া জেলা ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ হোসেন মিয়া, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজ রাজিব, মোহাম্মদ রিপন মিয়া,কাতারস্থ আখাউড়া উপজেলা প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মাহমুদুল্লাহ ভূঁইয়া জালাল, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সাংগঠনিক সম্পাদক শাহ আলম খন্দকার, সুহেল মাহমুদ, মনির হোসেনসহ অনেকেই।
গণমাধ্যম কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ার কন্ঠের সম্পাদক নুরে আলম জাহাঙ্গীর, চ্যানেল এস এর শেখ ফারুক আহমেদ, সিলেট মিডিয়ার কেএম সুহেল, ৫২ বাংলা টিভির মোশারফ হোসেন জনি।
বক্তারা বলেন,দৈনিক যুগান্তর পত্রিকা যুগ থেকে যুগান্তরে পাঠক প্রিয় হয়ে উঠেছে। শুধু দেশ নয় ইতোমধ্যে প্রবাসেও তাদের অবস্থান তৈরি করে নিয়েছে। যুগান্তরের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন বক্তারা।
পরে কেক কাটা ও মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।