
আজ বৃহস্পতিবার | ২৬ মে ২০২২ খ্রিস্টাব্দ | ১২ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ | ২৪ শাওয়াল ১৪৪৩ হিজরি | দুপুর ১:২৭
ফোরসাইডনিউজ২৪.কম: ঈদ-উল-আযহা মানে কোরবানি এবার কাতারে অবস্থিত সকল ব্যাচেলরদের ও কোরবানি দিতে হবে আগে যেমনটা মন চাইছে বন্ধুদেরকে নিয়ে এই বিচ থেকে ওই বিচে ঘুরে বেড়ানো এবার তেমন তার হচ্ছে না কাতারের বলদিয়া ব্যাচেলরদের জন্য একটি নির্দিষ্ট বিচ এর ব্যবস্থা করে দিয়েছেন সেই সাথে ফ্যামিলির জন্যেও কিছু বিচ নির্দিষ্ট করে দিয়েছেন এই সুবাদে ব্যাচেলররা ফ্যামিলির বিচে যেতে পারবে না।
পবিত্র ঈদুল আজহার ছুটি হচ্ছে ১১ই আগষ্ট রবিবার থেকে ১৭ই আগস্ট শনিবার পর্যন্ত। তবে সকল প্রাইভেট কোম্পানির লোকদের ছুটি হচ্ছে ১১,১২,১৩ আগস্ট তাই তো ইতিমধ্যেই উন্মুক্ত করে দিয়েছে আল খারাইজ বিচ যা অবস্থিত উম বাব এলাকায় এবং এটি আল রাইয়ান বলদিয়ার অন্তর্গত। বিচটিতে রয়েছে ক্রিকেট,ফুটবল বিচ-ভলীবল সহ গ্রুপ করে খেলার মাঠ এবং সৌন্দর্যবেষ্টিত সমুদ্র সৈকত, সাথে আছে বারবিকিউ করার দারুন ব্যবস্থা।
আল খোর বিচ, আল ওয়াকরাহ এবং আল ফারিকাহ বিচ এই তিনটি বিচ শুধুমাত্র ফ্যামিলির জন্য বরাদ্দ করা হয়েছে।