
ফোরসাইডনিউজ২৪.কম : আজ বৃহস্পতিবার থেকে চালু হয়ে গেছে কাতার মেট্রো রেলের গোল্ড লাইন। এই লাইনটি চলবে “রাস আবু আবুদ স্টেশন থেকে আজিজিয়া” পর্যন্ত মোট ১১ টি স্টেশন নিয়ে এই লাইন চালু করা হচ্ছে। এতে করে কাতারের ওয়াকরা থেকে ভিলাজু মল, স্পোর্টস সিটিতে সরাসরি যেতে পারবে মাত্র ২ রিয়াল খরচ করে।
যেসব স্টেশন গুলিতে গোল্ড লাইনের মেট্রো থামবে সেগুলি হলো: ন্যাশনাল মিউজিয়াম, সুক ওয়াকিফ, মুশাইরিব, বিন মাহমুদ, আল সাদ, জুওয়ান, আল সুদান, আল ওয়াব ও স্পোর্টস সিটি। এগুলির মধ্যে মুশাইরিব স্টেশনে নেমে যাত্রীরা চাইলে গোল্ড লাইন থেকে রেড লাইনেও যেতে পারবেন।
প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত এবং শুক্রবার দুপুর ২টা থেকে রাত ১১ টা পর্যন্ত এই লাইনে ভ্রমন করা যাবে।