
নুজুম অফিসে কাতারে সফররত শাইখুত তাফসির আল্লামা খোরশেদ আলম কাসেমী ও আল্লামা হারুন আজীজিকে সংবর্ধনা প্রদান করেন কাতার প্রবাসী বাংলাদেশী উলামায়ে কেরামের নেতৃত্বে পরিচালিত নুজুম গ্রুপ।
নুজুম অফিসে পৌছলে উষ্ণ অভ্যার্থনার সাথে ফুল দিয়ে বরণ করে নেন নুজুম গ্রুপের চেয়ারম্যান হাফেজ মাওলানা শাহাদাত হোসাইন, ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা আব্দুল হাসিব চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর চৌধুরী হাসান মাহমুদ, ফাইনান্স ডিরেক্টর হাফেজ মাওলানা তাজ উদ্দিন আহমেদ, পারচেজ ডিরেক্টর শাহ মাসুম খাদেম, মার্কেটিং ডিরেক্টর হাফেজ মাওলানা কেফায়েত উল্লাহ, অনারেবল ডিরেক্টর সিএম হাসান, তাফজ্জল হোসাইন মোহাম্মদ হাসান সহ অন্যান্যরা।
হাফেজ মাওলানা তাজ উদ্দিন আহমেদের উপস্থাপনায় সংবর্ধনা অনুষ্টানে কোরআন কারীম থেকে তেলাওয়াত করেন হাফেজ আহমাদ।
আল্লামা খোরশেদ আলম কাসেমী ও আল্লামা হারুন আজীজি গ্রুপের পরিচালকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ন নসিহত প্রদান করেন।
সবশেষে দোয়া ও আপ্যায়নের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।