
আজ মঙ্গলবার | ১৯ জানুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ | ৫ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ | ৫ জমাদিউস সানি ১৪৪২ হিজরি | রাত ১২:৫৪
গতকাল রাত ১২.৩০ মিনিটে দোহাস্থ নুজুম অফিসে কাতারে সফররত আল্লামা মামুনুল হক ও আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুরীকে সংবর্ধনা প্রদান করেন কাতার প্রবাসী বাংলাদেশী উলামায়ে কেরামের নেতৃত্বে পরিচালিত নুজুম গ্রুপ।
নুজুম অফিসে পৌছলে মেহমানদেরকে উষ্ণ অভ্যার্থনার সাথে ফুল দিয়ে বরণ করে নেন নুজুম গ্রুপের পরিচালক ও সাধারণ সদস্যগণ।
আল্লামা মামুনুল হক নুজুম গ্রুপের পরিচালকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ন নসিহত প্রদান করে বলেন যেটাতে বেশি লাভ কিন্তু বেশি ঝুকি প্রথম দিকে এমন ব্যবসাতে ইনভেস্ট না করাই ভালো। লাভ কম কিন্তু ঝুকিও কম এমন ব্যবসা দিয়ে আগে নিজেদের অবস্থান সংহত করেন এবং সততার সাথে ব্যবসা চালিয়ে যাবার আহবান জানান।
আল্লামা খালেদ সাইফূল্লাহ আইয়ুবী বলেন নুজুম গ্রুপ ক্রমে উলামায়ে কেরামের একটি শক্তিশালী ব্যবসায়িতক ফ্ল্যাট ফরম হোক এই কামনা করি।
সবশেষে দোয়া ও আপ্যায়নের মাধ্যমে সংবর্না অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।