
ফোরসাইডনিউজ২৪.কম, সিএম হাসান কাতার থেকে : কাতারে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কাতার সরকার ১১ দিনের সরকারি ছুটির ঘোষণা দেন।
দেওয়ানি আমিরি থেকে জানানো হয়েছে, পবিত্র ঈদুল ফিতর ফিতর উপলক্ষে ২৮ রমজান তথা ২ জুন রবিবার থেকে ছুটি শুরু হবে, ছুটি শেষ হবে ১০ জুন সোমবার।
ফলে সকল সরকারি অফিস-আদালত এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে কর্মদিবস শুরু হবে ১১ জুন মঙ্গলবার থেকে।
এই হিসাবে ৩০ মে বৃহস্পতিবার কাতারে ঈদের আগে শেষ কর্মদিবস ছিলো।
তবে বেসরকারি প্রতিষ্ঠানগুলো আইন অনুসারে তিনদিনের ছুটি বা নিজেদের সিদ্ধান্ত অনুসারে আরও বেশি ছুটির মেয়াদ ঠিক করে থাকে।