
আজ বৃহস্পতিবার | ৩০ জুন ২০২২ খ্রিস্টাব্দ | ১৬ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ | ৩০ জিলকদ ১৪৪৩ হিজরি | দুপুর ১:৪৩
ফোরসাইড নিউজ২৪.কম দোহা থেকে সি এম হাসান : বিজয় মানে যেন বাঁধভাঙ্গা জোয়ার আর সেই জোয়ারে নিজেদের ভাসিয়ে দিতে আয়োজন কাতারে বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ এম.এইচ.এম স্কুল এন্ড কলেজ’র যৌথ আয়োজনে কাতারে অনুষ্ঠিত হল বিজয় উৎসব ২০১৮।
পিঠা খাওয়ার ধুম
২১শে ডিসেম্বর(শুক্রবার) বিকেলে কাতারের আবু-হামুরে অবস্থিত বাংলাদেশ এম.এইচ.এম স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে জাতীয় সঙ্গীত পরিবেশণ ও প্রধান অতিথি কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব আসুদ আহমদ বেলুন উড়ানোর মধ্য দিয়ে উদ্বোধন করেন বিজয় উৎসবের ।
উৎসব মুখরীতে করে তোলে বাংলাদেশ কমিউনিটির স্কুল & কলেজের প্রবীণ ও নবীন শিক্ষার্থী ও তাদের অভিবাকগণ এবং কাতার বিভিন্ন পেশায় নিয়োজিত থাকা হাজারো বাংলাদেশী দর্শণার্থীদের পদচারনায় মুখরিত হয়ে ওঠে পুরো আঙ্গিনাটি । অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত করে তোলে ঢাকা জেলার সৈয়দা আফরোজা নাহার তার শখের বসে শিখা দেশীয় পিঠা-পুলিসহ দেশীয় মজাদার খাবারে সজ্জ্বিত ‘ বিজয়ের পিঠা ঘর’ নামে ষ্টল নিয়ে এসেছিলেন মেলায় । যেখানে রয়েছে নকঁশী পিঠা,ফুচকা, চিকেন রোল, পুলি-পিঠা,দুধ চিতই পিঠা, পাক্কন পিঠা ও ডিম পিঠা সহ রকমারী খাবার। তিনি বলেন, দেশীয় পিঠাকে বিদেশের মাটিতে তুলে ধরার জন্য এগুলি তৈরী করে নিয়ে এসেছি।
শুধু উনার একজন নয় এমন করে সাঝানো হয় হরেক রকমের দেশীয় খাবারের বিভিন্ন স্টল এদের মধ্যে হচ্ছে ‘বাংলাদেশ এম.এইচ.এম স্কুল এন্ড কলেজ ষ্টোর’, রূপসী বাংলা রেষ্টুরেন্ট, মধুবন, বাংলাদেশের ড্যানিশ ফুড, আল- রীম ট্র্যাভেলস , মোঃ কালাম নূর মোহাম্মদ বিরিয়ানী হাউস, রকমারী দেশীয় খাবার ষ্টল, , ছোট্ট সোনামনিদের জন্যে ফ্যানস & গেমস, ফ্রেন্ডস হাউস, ও স্কুল শিক্ষার্থীদের গেইমিং সেন্টার ষ্টল, ইলিশের শহর চাঁদপুরের “চাঁদপুর সমবায় সমিতি”।
স্কুলের ছাত্র-ছাত্রীদের নাট্য, নৃত্য এবং গানের সাথে সাথে নাচ এবং জনপ্রিয় ব্রান্ড শ্রাবনের ব্রান্ড শো ও তাদের বিভিন্ন গানে গানে মুগ্ধ হয়ে উঠে পুরা সন্ধ্যা।
প্রধান অতিথি কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদ বলেন,
সারা বংলাদেশে চলছে বিজয় উৎসব তারই অংশ হিসেবে আমরা কাতারে প্রায় চার লাখ বাংলাদেশীদের উদ্দ্যেশে আমাদের এই বিজয় উৎসব । আমরা সবাই আজ বিজয়ের চেতনায় উদ্বোদ্ধ হয়েছি, গেলো ১৮ ডিসেম্বর কাতার যেভাবে তাদের জাতীয় দিবস পালন করেছে ঠিক সেভাবে ১৬ ডিসেম্বর আমরা আমাদের বিজয় দিবস পালন করেছি। তিনি সকল দেশবাসী ও কাতার প্রবাসী বাংলাদেশীদের বিজয়ের শুভেচ্ছা জানান।
বাংলা বিভাগের সহকারি প্রভাষক সৈয়দা ফারজানা শারমীন ও সহকারি ইংরেজী প্রভাষক গোলাম ফারুক সিদ্দীকির যৌথ সঞ্চালনায় বিজয়মেলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ এম.এইচ.এম স্কুল এন্ড কলেজ’র পরিচালক ল্যাফটেনেন্ট কমান্ডার আনোয়ার খুরশীদ(অবঃ), অধ্যক্ষ জসিম উদ্দীন, উপাধ্যক্ষ জুলফিকার হায়দার,বাংলাদেশ দূতাবাসের কাজী মোঃ জাবেদ ইকবাল কাউন্সিলর(হেড অব সেঞ্চুরী),মোঃ মাহবুবুর রহমান(প্রথম সচিব), মোঃ আজগর হোসাইন( দ্বিতীয় সচিব), এ.কে.এম মনিরুজ্জামান চৌধুরী( দ্বিতীয় সচিব), নাজমুল হাসান (প্রথম সচিব- পাসপোর্ট,ভিসা), রবিউল ইসলাম কাউন্সিলর( লেবার), ডঃ সিরাজুল ইসলাম কাউন্সিলর(লেবার) ও বাংলাদেশ কমিউনিটির সম্মানিত নেতৃবৃন্দ, স্কুলের শিক্ষক- শিক্ষিকাবৃন্দসহ আরো অনেকে।