
ফোরসাইডনিউজ২৪.কম:
আসছে আগামী 28 থেকে 30 জানুয়ারি DECC (Doha exhibition and convention center) এ 50 টিরও বেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে “মেইড ইন বাংলাদেশ ২০২০” এক্সিবিশন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই সময়টাতে দল-মত জাতি নির্বিশেষে একজন বাংলাদেশী হিসেবে বাংলাদেশের ভাবমূর্তি বহির্বিশ্বে তুলে ধরার জন্য আমাদের হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে বহির্বিশ্বে প্রমাণ করতে হবে, বাংলাদেশ শুধু শ্রমিকই রপ্তানি করে না,আমাদের দেশে বিনিয়োগ করার মত এবং ব্যবসা করার মতো অনেক সম্ভাবনাময় জিনিস আছে যা বহির্বিশ্বে বাংলাদেশকে সুন্দরভাবে তুলে ধরবে।
কাতারে অবস্থানরত সকল বাংলাদেশী ভাইদের কে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে নিজের দেশকে ব্র্যান্ডিং করার জন্য এবং নিজেরা ব্র্যান্ডেড হওয়ার জন্য একবার হলেও ঘুরে আসবেন DECC সেন্টারে সাথে নিয়ে আসতে চেষ্টা করবেন আপনাদের স্পন্সার/কফিল এবং পরিচিত বন্ধুবান্ধবদের কে এতে করে তাদের সামনে আমাদের দেশের ভালো একটা ভাবমূর্তি ফুটে উঠবে।
দেশের জন্য কিছু করার তাগিদে গতকাল বিকেলে কাতারস্ত দোহার ব্যস্ত জায়গা নাজমা এলাকায় “মেইড ইন বাংলাদেশ ২০২০” এর প্রচারণায় কাতারস্ত “নিজের বলার মত একটা গল্প” গ্রুপের সক্রিয় সদস্যগণ এবং “QB Fashion World” তাদের টিম নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে, আপনারাও আপনাদের জায়গা থেকে দেশকে বহির্বিশ্বের রিপ্রেজেন্ট করার জন্য নিজেদের মতো করে প্রচার প্রচারণা অব্যাহত রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে।