
আজ সোমবার | ২৫ জানুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ | ১১ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ | ১১ জমাদিউস সানি ১৪৪২ হিজরি | সকাল ১০:৪৮
ফোরসাইড নিউজ , কাতার প্রতিনিধিঃ ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কাতার শাখা।
স্থানীয় সময় রবিবার (১০ জানুয়ারি) রাতে কাতারের রাজধানী ওল্ড গানম ম্যাজেষ্টিক হোটেলের হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের ভারপাপ্ত সাধারণ সম্পাদক কাজী আশরাফ হোসাইনের সভাপতিত্বে ও সহ সভাপতি আতিকুল মাওলা মিঠুর পরিচালনায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির ১নং সহ সম্পাদক এম সাইফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম তালুকদার বাবু, কাতার আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠান শুরু করা হয়।
সভায় বক্তব্য রাখেন, কাতার যুবলীগের সহ সভাপতি সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মামুন, কাতার বঙ্গবন্ধু পরিষদ সাধারণ সম্পাদক নুরুল আলম, কাতার বঙ্গবন্ধু পরিষদ যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আবছার বাবুল, কাতার আওয়ামী লীগ সহ সভাপতি মাহাবুবুর রহমান চৌধুরী বাবু, কাতার আওয়ামী লীগ উপদেষ্টা সৈয়দ আনা মিয়া, কাতার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন মোল্লা, কাতার আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আল আমিন খান, কাতার আওয়ামী লীগ নেতা খায়রুল আলম সাগর, কাতার জাতীয় শ্রমিক লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন, কাতার ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক রনি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ব্যবসায়ী জসিম উদ্দিন আকাশ, যুবনেতা মোজাম্মেল হোসেন সোহাগ, লিমন শেখ, কৃতিলাল দাস, ওসমান গণি, শাওন, সাজ্জাদ হোসেন ,রুবেলসহ আরও অনেকে।
সভায় বঙ্গবন্ধুর জীবনের উপর আলোচনা ও জননেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার হাত কে শক্তিশালী করার আহবান জানানো হয়, আগামী ১৬ জানুয়ারি যেসব এলাকায় পৌর নির্বাচন নৌকায় ভোট দেওয়ার আহবান জানান। কাতার আওয়ামী যুবলীগ মাননীয় চেয়ারম্যান ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল ইসলাম খান নিখিল নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে কাজ করার শপথ ব্যক্ত করা হয়।