
ফোরসাইডনিউজ২৪.কম, কাতার ডেস্ক:
শুক্রবার রাতে কাতারের প্রাণকেন্দ্র ইশারা আসমাকে অবস্থিত বাংলাদেশী ঘরোয়া রেস্তোরাঁয় এনারবি-কাতার শাখার উদ্যোগে আয়োজিত হয় “নিজের বলার মত একটা গল্প” গ্রুপের চতুর্থ মিটাপ। সিএম হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে উক্ত গ্রুপের সদস্য হাফেজ মাওলানা নূরে আলম জাহাঙ্গীর এর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং বিজয়ের মাসে শহীদদের স্মরণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানের শুরুতেই মহিলা সদস্যদের কে ফুল দিয়ে বরণ করে নেন কাতারে কান্ট্রি এম্বাসেডর আল আমিন এবং সেরা দুজন কন্ট্রিবিউটর শফিউল আজম ও সিএম হাসান কে ফুল দিয়ে বরণ করে নেন কাতারে কান্ট্রি এম্বাসেডর মো: শওকত আলী।
নিজের বলার মত একটা গল্প গ্রুপের মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যার অডিও কনফারেন্সিং সকলের উদ্দেশ্যে কিছু মূল্যবান বক্তব্য রাখেন এবং এতে করে কাতারের সকল সদস্যদের আরও বেশি অনুপ্রাণিত ও সাহস জোগাড় করে।
“QB Fashion World ” এর সৌজন্যে কুইজ বিজয়ীতা বাবুল হোসেনকে অনুপ্রেরণামূলক বই বিতরণ করেন উক্ত প্রতিষ্ঠানের স্বত্তাধিকার সিএম হাসান, শওকত আলী ও আল আমিন এবং উনারা বলেন প্রতিটি মিট-আপে এমন করে ক্যুইজ প্রতিযোগিতা করবে QB Fashion World পক্ষ থেকে ।
কাতারে কান্ট্রি এম্বাসেডর মোহাম্মদ আল-আমিন হোসেন সূচনায় বক্তব্য সকলকে স্বাগত জানিয়ে বলেন, কি করে গ্রুপের মধ্যে সবাইকে সুষ্ঠু ও সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া তাই ব্যক্ত করেন এবং উনাদের নব উদ্যোগে “QB Fashion World” এর উদ্বোধনী ও ভবিষ্যত সেবা সম্পর্কে আলোচনা করেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কাতারের কান্ট্রি অ্যাম্বাসেডর শওকত আলী বলেন কাতারের জোন ভিত্তিক যেভাবে প্ল্যাটফর্মটির কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে এতে তিনি অনেক খুশি, তার সাথে সাথেই কাতার প্রবাসীরা মহাসম্মেলনের রেজিস্ট্রেশন করে নিজেদেরকে শামিল করে নিলেনন বাংলাদেশের ইতিহাসের সাক্ষী হওয়ার দিনটিতে, এবং তিনি বলেন আগামীতে আরও কিছু নতুন উদ্যোক্তা তৈরি হবেন কাতার থেকে এবং যারা নতুন উদ্যোক্তা হতে চান তাদের সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন শওকত আলী।
নিজ উদ্যোগে প্রতিষ্ঠিত হওয়ার সফলতার গল্প শোনান কাতারে প্রতিষ্ঠিত নুজুম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর চৌধুরী হাসান মাহমুদ, ব্যবসায়িক বাধা-বিপত্তি নিয়ে আলোচনা করেন মাওলানা হাফিজুর রহমান নাহিদ, ডিজিটাল মার্কেটিং নিয়ে আলোচনা করেন “কর্ণ ট্রেড ইন্টারন্যাশনাল” এর উদ্যোগতা সুমন ঘোষ, কাতারের আর্থসামাজিক ও অ-রাজনৈতিক প্রতিষ্ঠান ” ফ্রেন্ডস সমবায় সমিতি কাতার” এর সম্পর্কে আলোচনা করেন সাধারন সম্পাদক হাবিবুল্লাহ ও আবু ববক্কর সিদ্দিক, কোট বাড়ি শপের উদ্যোগতা শফিউল আজম বলেন কি করে প্রতিযোগিতায় লেগে থাকতে অধ্যাবসায় ও ধৈর্যের গুরুত্ব, আরো বক্তব্য রাখেন আবু হানিফ(ডাইরেক্টর -নুজুম গ্রুপ), শরিফুল ইসলাম,রবিউল ইসলাম, গাইসুল আজম শান্ত, বাবুল হোসেন, সাইফুল ইসলাম, আরিফুর রহমান, জেসমিন আক্তার, লিপি রহমান নদী সহ আরো অনেকে।
অনুষ্ঠানের মধ্যে ইকবাল বাহার জাহিদ স্যারের লেখা বই
” নিজের বলার মত একটা গল্প” উপস্থিত সকলের মাধ্যমে বিতরন ও নৈশ ভোজের মাধ্যমে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন কাতার কান্ট্রি এম্বাসেডর শওকত আলী।