
আজ বৃহস্পতিবার | ২৬ মে ২০২২ খ্রিস্টাব্দ | ১২ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ | ২৪ শাওয়াল ১৪৪৩ হিজরি | দুপুর ১:১১
ক্রিকেটের প্রতি নেশা টা সেই ছোট বেলা থেকে, বড় হওয়ার সাথে সাথে বাড়তে থাকে ভালোবাসা বাড়তে থাকে আবেগ। একটা সময় আসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক যেখানে খুঁজে পাই সেই আবেগ আর ভালোবাসা মাখা একটি নাম যার নাম
ক্রিকেটখোর
ডাল ভাতের সাথে ক্রিকেট খাওয়া আর টাইগারদের জন্য গলা পাটানো ক্রিকেটখোরেরা একটা সময় অনলাইন থেকে বেরিয়ে এসে শুরু করে অফলাইন কার্যক্রম যার মধ্যে আছে গেট টুগেদার, প্রীতি ম্যাচ, ইফতার পার্টি এবং দ্যা মোস্ট ইন্টারেস্টিং সি,পি,এল।
জীবিকার তাগিদে দেশের সীমানা পেরিয়ে যখন একজন মানুষ প্রবাসে আসে তখন সে মিস করে তার পরিবারকে এবং পারিবারিক সুন্দর মুহূর্ত গুলোকে সাথে বন্ধুমহলের সাথে আনন্দ আড্ডা। কিন্তু ওই মানুষটা যদি হয় ক্রিকেটখোর তাহলে সে উপরের গুলার পাশাপাশি মিস করবে দেশের ক্রিকেটকে, ক্রিকেটখোর সংস্থা এবং ক্রিকেটখোরের অফলাইন আয়োজন গুলো। হ্যাঁ, ঠিক তেমনই কিছু ক্রিকেটখোরকে নিয়ে শুরু হয়েছে আমাদের পথচলা……..
প্রায় এক মাস আগে একজন কাতার প্রবাসী ক্রিকেটখোরের আগ্রহ থেকে আমরা ঠিক করেছিলাম গেট টুগেদার এবং প্রীতি ম্যাচ আয়োজন করার। যেকোন কিছুর শুরুটা একটু কঠিন হয় আর ক্রিকেটখোর কাতার এর বেলায় ও তেমনই হয়েছে, “ফেনী ফ্রেন্ডস ক্লাব” এর সাথে ৬ উইকেটের হার দিয়ে ক্রিকেটখোর কাতারে প্রীতি ম্যাচের পদ্মা উম্মেচন হয়। তবে জয় পরাজয়ের হিসাব মাথায় রেখে ক্রিকেটখোর শুরু করিনি তাদের লক্ষ্য হচ্ছে ক্রিকেটখোরকে ছড়িয়ে দিবে সমগ্র কাতার জুড়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে আর তার জন্যই শুরু করা, যেটা মধ্যপ্রাচ্যের ছোট্ট দেশ কাতারে শুরু হয়েছে আশা করা হচ্ছে কোন একদিন সেটা চলে যাবে ইউরোপ আমেরিকার কোন এক বড় দেশেও।
প্রবাসে কোন কিছুর আয়োজন করাটা দেশের মত সহজ না, সবার আগে যেখানে কাজ ঠিক রাখা লাগে সেখান সময়ের সাথে পাল্লা দিয়ে মন চাইলেও কিছু করাটা কঠিন তারপর ও কিছু স্বপ্ন নিয়ে এগিয়ে যাবে ক্রিকেটখোর কাতার কমিউনিটি। তার জন্য চাই আপনাদের দোয়া এবং সময়োপযোগী দিক নির্দেশনা।
সবশেষে ধন্যবাদ জানাই রাকিবুল ইসলাম, জাকারিয়া, গাজী, রুবেল, রাফি, সি,এম, হাসান সহ বাকীদের পরিশ্রম আর অংশগ্রহনে শুরু হয়েছে ক্রিকেটখোর কাতারের পথচলা, বিশেষ করে নিজেদের ব্যতস্তাকে পাশ কাটিয়ে ক্রিকেট আর ক্রিকেটখোরের জন্য সময় বের করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতে আমরা আরো ভালোভাবে সব কিছু আয়োজন করবো ইনশাআল্লাহ্।