
আজ বৃহস্পতিবার | ৪ মার্চ ২০২১ খ্রিস্টাব্দ | ১৯ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ | ১৯ রজব ১৪৪২ হিজরি | রাত ১২:০৯
হ্যাঁলো ক্রিকেটখোরবাসী……🔊
কি ভাবছেন সবাই? হাতে গোণা অল্প কয়দিন পরেই যেখানে হতে যাচ্ছে কুমিল্লা জোনের ২য় সিপিএল সেখানে কোথায় আবার হচ্ছে প্রীতি ম্যাচ বা গেট টুগেদার তাই তো? হ্যাঁ আগামী ৩০’শে নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া কুমিল্লার জোনের সিপিএলের জন্য শুভাকামনা জানানোর পাশাপাশি হাজির হলাম দেশের সীমারেখার বাইরে নবগঠিত কাতার কমিউনিটির আপডেট নিয়ে। আবারো মাঠে নামছে ক্রিকেটখোর কাতার কমিউনিটি।
দেশের বিভিন্ন জেলায় যেখানে নিয়মিত হয়ে আসছে ক্রিকেট আর ক্রিকেটখোরের আনন্দ উৎসব সেখানে কেন পিছিয়ে থাকবে প্রবাসী ক্রিকেটখোররা! তাইতো ক্রিকেট আর ক্রিকেটখোরকে মুখ্য হিসাবে বিবেচনা করে এগিয়ে যাচ্ছে ক্রিকেটখোর কাতার কমিউনিটি আর এরই ধারাবাহিতায় আমরা আয়োজন করতে যাচ্ছি আমাদের ২য় প্রীতি ম্যাচ এবং গেট টুগেদার।
কাতার প্রবাসী ক্রিকেটখোরদের আগ্রহকে প্রাধান্য দিয়ে আগামী ২৩শে নভেম্বর হতে যাচ্ছে ক্রিকেটখোর কাতারের ২য় প্রীতি ম্যাচ এবং গেট টুগেদার, এবারের প্রতিপক্ষ কাজরিয়া ফ্রেন্ডস ক্লাব। শুরুটা খারাপ হলেও আগামী ম্যাচগুলাতে ঘুড়ে দাঁড়াতে প্রস্তুত প্রবাসী ক্রিকেটখোররা। আশা করি ২৩ তারিখের ম্যাচ দিয়েই ভালোভাবে ঘুড়ে দাঁড়াবে কাতারি ক্রিকেটখোররা।
সবশেষে, আগামী বছরের শুরুতে সিপিএল আয়োজন করার প্ল্যান নিয়ে এগিয়ে যাচ্ছে কাতার কমিউনিটি। আর সেজন্য প্রতিটি গেট টুগেদারে থাকা আবশ্যক। আপনাদের সবার সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই সফলতার মুখ দেখবে আমাদের এই সিপিএল উদ্দেশ্য, তাই দেশের সিপিএলের খবর শুনে বা ছবি দেখে যারা আফসুস করেন তাদেরকে বলছি আসুন যোগ দিন আমাদের সাথে, থাকুন প্রতিটি গেট টুগেদারে একদিন কাধে কাধ মিলিয়ে আয়োজন করবো সিপিএল, দেখিয়ে দিবো ক্রিকেটখোররা বাইরের দেশেও সুপার একটিভ।
প্রীতি ম্যাচঃ কাতার ক্রিকেটখোর বনাম কাজরিয়া ফ্রেন্ডস ক্লাব।
সময়ঃ ২৩শে নভেম্বর ২০১৮ শুক্রবার, দুপুর ২ টা।
স্থানঃ আল সাদ পুলিশ স্টেশন সংলগ্ন মাঠ, কাতার।
#প্রীতি_ম্যাচ_ইন_কাতার
#স্টে_ক্রিকেটখোর।