
আজ বৃহস্পতিবার | ২৫ ফেব্রুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ | ১২ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ | ১২ রজব ১৪৪২ হিজরি | সকাল ৭:৪৬
ফোরসাইড নিউজ ২৪.কম সি এম হাসান :
ক্রিকেটে প্রথম হ্যাটট্রিক আজকের দিনে গল্পটা ১৪০ বছর আগের তবে দিনটি ছিল ২ জানুয়ারি। ঠিক আজকের এই দিনেই প্রথম হ্যাটট্রিক দেখেছিল ক্রিকেট বিশ্ব। মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে ফিল্ডিং করছিল অস্ট্রেলিয়া। বল হাতে এক অস্ট্রেলীয় কিংবদন্তী। বল হাতে ছুটে এলেন ডেলিভারি করতে আর তারপরই ইতিহাস রচিত হলো!
টানা তিন বলে তিন উইকেট নিয়ে টেস্টে প্রথম হ্যাটট্রিক করা বোলার হয়ে গেলেন ফাস্ট বোলার ফ্রেডেরিক স্পফোর্থ। ক্রিকেটের প্রথমত হ্যাটট্রিক এটাই। ১৮৭৯ সালের ২ জানুয়ারি বিশ্বের মাত্র তিন নম্বর টেস্টেই এই ইতিহাস রচিত হয়।
ইংলিশদের পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম উইকেট নিয়ে হ্যাটট্রিক করেন স্পফোর্থ। তার টানা তিন বলে আউট হন ভার্নন রয়্যাল, ফ্র্যান্সিস ম্যাককিনন ও টম এমেট। মাত্র ১১৩ রানেই গুটিয়ে ইংল্যান্ড। সেই টেস্ট অস্ট্রেলিয়া জেতে ১০ উইকেটে। ‘দ্য ডেমন’ নামে খ্যাত এই অজি বোলার ঐ টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১১০ রানে ১৩ উইকেট নিয়ে নতুন রেকর্ড গড়েছিলেন।
মেলবোর্নের এই ঐতিহাসিক মাঠেই টেস্ট ক্রিকেটের দ্বিতীয় হ্যাটট্রিকটিও হয়েছিল ১৮৮৩ সালে। তবে সেবার স্বাগতিকদের বিপক্ষে টানা তিন বলে তিন উইকেট নেন ইংল্যান্ডের অফ স্পিনার বিলি বেটস। তথ্য মতে, এখনও পর্যন্ত টেস্ট হ্যাটট্রিক হয়েছে ৪১টি। সর্বশেষ হ্যাটট্রিক করেন ইংল্যান্ডের অফ স্পিনার মঈন আলী। গত বছরের জুলাইয়ে ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হ্যাটট্রিক করেন।