
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা ও জিয়া অরফনেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের দেওয়া রায় প্রত্যাখ্যান করে এ রায়ের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একটি প্রতিবাদ সভা করেছে ধানসিঁড়ি বিএনপি কাতার কেন্দ্রীয় কমিটি। সভায় বক্তারা বলেন, ‘সরকার কর্তৃক ফরমায়েশী রায়ের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে এদেশে কোন নির্বাচন হতে দেবে না জনগণ।’ ৩০ অক্টোবর(মঙ্গলবার) রাজধানীর দোহার মিষ্টি মেলা রেস্তোরাঁয় মহিউদ্দিন কাজলের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মোঃ শহিদুল হক। রায়ের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন, সাবেক সভাপতি আবু ছায়েদ, সদস্য সচিব শরিফুল হক সাজু,অধ্যাপক আমিনুল হক,মো: নুরুজ্জামান, ফারুক হোসেন, হাবিবুর রহমান, ইসমাইল মনসুর, শাহ আলম খন্দকার, আবুল হাসান, মনসুর উল্লাহ রাশেদ, জসিম উদ্দিন লস্কর, রাহেল মাহমুদ, ইকবাল হোসেন রনি, ইউসুফ শিকদার সহ আরও অনেকে। বেগম খালেদা জিয়াকে মুক্ত, সুষ্ঠু নির্বাচন ও দেশে গণতন্ত্র ফিরে আনতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান বক্তারা।