
নির্বাহী বৈঠকে উপস্হিত সদস্যবৃন্দ
গত শুক্রবার ২২/০৩/২০১৯ ইং তারিখে কাতারের আইন খালেদ মসজিদে খেলাফত মজলিসের এক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্হিত ছিলেন খেলাফত মজলিস কাতার শাখার সম্মানিত সভাপতি হা: মাও: হাসিব চৌধুরী। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হা: মাও: তাজউদ্দীন আহমাদ। বৈঠকে নির্ধারিত এজেন্ডার বিভিন্ন বিষয় আলোচনার পর প্রস্তাবিত এজেন্ডা মোতাবেক নির্বাহী কমিটিতে নবীন দুজন সদস্য জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ কে সহ-সাংগঠনিক সম্পাদক,ও মাও: হাফিজুর রহমান কে পাঠাগার সম্পাদক পদে অন্তর্ভূক্ত করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্হিত ছিলেন: সহ-সভাপতি হাঃ মাও. জালালুদ্দিন, সহ-সভাপতি হা.মাও. সুলতান লতিফ, সহ সাধারণ সম্পাদক হাঃমাও, আখতার হোসেন, বাইতুল মাল সম্পাদক মাও, জুবায়ের হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক, হা, মাওঃ সিদ্দিক কারিম,নির্বাহী সদস্য মাওলানা খালেদ মাসুদ শরিফ প্রমূখ।
সভায় নিউজিল্যান্ড ক্রাইস্টচার্চে মসজিদে হামলা ও উপমহাদেশের প্রখ্যাত আলেম মুফতি তক্বী ওসমানির ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়, এবং শহীদদের মাগফেরাত কামনা করা হয়। উল্লেখ্য, কাতার শাখার ওলামা বিষয়ক সম্পাদক হাঃ মাওঃ কেফায়েতুল্লাহ সাহেবের অসুস্থ নবজাতক কন্যার আরোগ্য কামনায় সংগঠনের পক্ষ থেকে কুরআন খতমের ব্যবস্থা করা হয়, সভা শেষে উক্ত কুরআন খতম পূর্বক দোয়া ও নিহত শহীদদের মাগফিরাত কামনায় মুনাজাত পরিচালনা করেন শাখার সহ-সভাপতি মাওঃ জালালুদ্দীন।