
আজ শনিবার | ২৮ মে ২০২২ খ্রিস্টাব্দ | ১৪ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ | ২৬ শাওয়াল ১৪৪৩ হিজরি | সন্ধ্যা ৭:১৩
তরবিয়তি মজলিসের খন্ড চিত্র
উতসাহ উদ্দিপনায় ভরপুর সফলতার মধ্য দিয়ে সম্পন্ন হল খেলাফত মজলিস (মজলিশে সাখাফাতুল ইসলাম) কাতার শাখার তরবিয়তি মজলিস।
নিয়মতান্ত্রিক ও গঠনতান্ত্রিক রীতি মেনে অত্যন্ত সু-শৃঙ্খলভাবে কর্মীদের সরব উপস্থিতিতে নির্ধারিত সময়ে শুরু হয় তরবিয়তি মজলিস।
খেলাফত মজলিস কাতার শাখার মোহতারাম সভাপতি হাফিজ মাওলানা আব্দুল হাছিব চৌধুরীর সভাপতিত্বে ও সংগ্রামী সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা তাজ উদ্দীন আহমাদের সঞ্চালনায় মহাগ্রন্হ আল ক্বোরআন থেকে তিলাওয়াত পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।ক্বোরআন তিলাওয়াত করেন হাফিজ মাওলানা আবু বকর।
শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে উদ্বোধনী বক্তব্য রাখেন খেলাফত মজলিস কাতার শাখার মোহতারাম সহ-সভাতি হাফিজ মাওলানা সুলতান লতিফ সাহেব।
পূর্বনির্ধারিত আলোচ্য বিষয়ে আলোচনা পেশ করেন:
*খেলাফত মজলিস কাতারের সাবেক সহ-সভাপতি বর্তমান উপদেষ্ঠা হাফিজ তাজুল ইসলাম
*খেলাফত মজলিস কাতারের সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আখতার হোসাইন
*খেলাফত মজলিস কাতারের প্রচার সম্পাদক হাফিজ মাওলানা সিদ্দিক কারীম।
*মাওলানা জাহিদ আহমদ
*মাওলানা আব্দুল হক
সমাপনী ভাষন শেষে খেলাফত কাতার শাখার সভাপতি হাফেজ মাওলানা হাছিব চৌধুরি সকল কে ধন্যবাদ জানিয়ে তরবিয়তে মজলিসের সমাপ্তি ঘোষনা করেন।
আলোচনায় সমাপ্তি শেষে দেশ ও প্রবাসিদের সুখ শান্তি ও মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন : খেলাফত মজলিস কাতারের সহ-সভাপতি মাওলানা জালাল উদ্দীন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান, উলামা বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা কেফায়াতুল্লাহ, মাওলানা খালেদ মাসুদ শরীফ, মাওলানা ইয়াসিন আহমদ ও অন্যান্য কর্মী এবং সদস্যবৃন্দ।