
খেলাফত মজলিস কাতার শাখার সাংগঠনিক সম্পাদকের পিতার দাফন সম্পন্ন:
খেলাফত মজলিস কাতার শাখার নেতৃবৃন্দের শোক প্রকাশ।
খেলাফত মজলিস কাতার শাখার সংগ্রামি সাংগঠনিক সম্পাদক মাওঃআমিনুল ইসলাম ভাইর আব্বা,খেলাফত মজলিস সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা শাখার উপদেষ্ঠা, পান্ডারগাঁও ইউনিয়নের সোনাপুর মোল্লাবাড়ি গ্রামের বাসিন্ধা,
ক্বারি মাওঃশফিক অাহমদ
আজ১ অক্টোবর ২০১৮ সোমবার সকাল ১০ঘটিকায় তিনির নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
ইন্না–লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
বাদ অাছর সোনাপুর মাদরাসা মাঠে জানাযা নামায অনুষ্ঠিত হয়,জানাযার নামাজের ইমামতি করেন বড় ছেলে মাওঃশামছুল ইসলাম।
জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় খেলাফত মজলিসের দোয়ারাবাজার উপজেলা শাখার নেতাকর্মীসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
এদিকে কাতার শাখার দায়িত্বশীলের আব্বা, দোয়ারাবাজার উপজেলা খেলাফত মজলিসের উপদেষ্ঠা ক্বারি মাওঃশফিক অাহমদের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, খেলাফত মজলিস কাতার শাখার
সভাপতি হাঃমাওঃআব্দুল হাসিব চৌধুরি,
ও সেক্রটারী হাঃমাওঃতাজ উদ্দীন আহমেদ।
নেতৃদ্বয় শোক বার্তায় মরহুমের অাত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।