
নিয়ে যাবে আমার হাতটি ধরে দূরে কোথাও?
যেখানে জোনাকিরা আলো জ্বালে এখনও
যেখানে দুশ্চিন্তারা পিছু নেয়না কখনও।
কবিতার আসরটা কখন যে বিকেল গড়িয়ে চলে যাবে সন্ধায় টেরই পাবনা।
অথচ সেখানে আমরা গল্প করেছি একদুপুর,
যখন সৎবিৎ ফিরবে তখন দেখবে মশগুল আমরা রাতের খুনসুটিতে।
বকবকানি চলতেই থাকবে আমার যখন রাত হবে ভোর।
যাবে নিয়ে আমায়,এখান থেকে অনেক দূর?
ভোরে আবার বেরিয়ে পড়ব চেনা শহরের উদ্দেশ্যে,দুশ্চিন্তায় ডুবে যেতে,তোমার হাতটি ধরেই।
শিশির ভেজা ঘাসে,খালি পায়ে মাড়াব অসংখ্য ঝড়াপাতা
এভাবেই হয়ত লেখা হবে আরেকটি ঘর পালানোর কবিতা।