
ফোরসাইডনিউজ২৪ ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম : ছাত্রলীগের একাংশের ধর্মঘটে আজও অচল রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিরাপত্তার কারণে দ্বিতীয় দিনের মতো শাটল ট্রেন চলাচল বন্ধ রেখেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল থেকেও বের হয়নি কোন গাড়ি। তবে সকাল থেকে ক্যাম্পাসে আন্দোলনকারীদের দেখা মেলেনি। চবি ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সহ-সভাপতি এনামুল হক আরাফাত জানান, সাধারন শিক্ষার্থীরা তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে অবরোধ কর্মসুচী কার্যকর করছে। তাই আন্দোলনের মাঠে না নামলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসুচী অব্যহত থাকবে। আর বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, শাটল ট্রেনভিত্তিক ক্যাম্পাস হওয়ায় আজও একাডেমিক কার্যক্রম বন্ধ আছে। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চলছে।