
আজ বৃহস্পতিবার | ২৬ মে ২০২২ খ্রিস্টাব্দ | ১২ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ | ২৪ শাওয়াল ১৪৪৩ হিজরি | দুপুর ২:৩০
“মিষ্টি আলোর ঝিকিঝিকি সবুজ ঘাসে ঘাসে, স্নিগ্ধ হাওয়ায় দুলিয়ে মাথা ফুলের কলি হাসে। পাখির গানে পরিবেশে মায়াবি এক ধোঁয়া, পেয়েছে ওরা তোমার শুভ জন্মদিনের ছোঁয়া।” হাঁটি হাঁটি পা পা করে ৩য় বর্ষে পদার্পণ করলো সময়ের সাহসী স্যাটেলাইট টিভি চ্যানেল ‘নিউজ টুয়েন্টিফোর’। আনন্দঘন এ মুহূর্তকে স্মরণীয় করে রাখার জন্য ২৮ জুলাই( শনিবার) সন্ধ্যা ৭টায় কাতারে রাজধানী দোহার আল ফারদান ফরচুন হোটেলে ঝঁমকালো আয়োজনে পালিত হয়ে গেল ‘ নিউজ টুয়েন্টিফোর’ চ্যানেলের প্রতিষ্ঠা বার্ষিকী । নিউজ টুয়েন্টিফোরের কাতার প্রতিনিধি মামুনুর রশিদের সভাপতিত্বে ও বাংলা টিভি কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চুর উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পিকুইক গ্রুপের সত্ত্বাধিকারী মোহাম্মদ আলমগীর হোসেেন আলী বলেন, সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। এই বিবেকটাকে ন্যায়ের পথেই চালাতে হবে। তিনি নিউজ টুয়েন্টিফোরের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করে এর জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করেন। প্রধান বক্তা অধ্যাপক বাবু তপন মহাজন কঠিন চাপের মধ্যেও অসত্যের কাছে নতি স্বীকার না করার জন্য সকল মিডিয়ার প্রতি আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘ বাংলাদেশ লেখক- সাংবাদিক অ্যাসোসিয়েশ কাতার’-এর সভাপতি অধ্যাপক এ.কে.এম. আমিনুল হক( এনটিভি, কাতার প্রতিনিধি), রূপসী বাংলা সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাতার আওয়ামীলীগ ও যুবলীগের সিনিয়র সহ সভাপতি সৈয়দ আরিফ উদ্দীন, কাতার কেন্দ্রীয় যুবলীগের সভাপতি ওলিদ আহমেদ সেলিম, সহ সভাপতি মোঃ নাজিম উদ্দীন, কাতার মহিলা যুবলীগের সভানেত্রী ও বিশিষ্ঠ সঙ্গীত শিল্পী মোছাঃ রোকসানা জাহেদ, বাংলাদেশ লেখক- সাংবাদিক অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি শাহাবুদ্দীন শামীম, সহ সভাপতি জাকারিয়া চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক এম এ সালাম( একুশে টিভি, কাতার প্রতিনিধি), সহ সাধারণ সম্পাদক কবি মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম( ডিবিসি নিউজ, কাতার প্রতিনিধি) ও সদস্য হারুনুর রশিদ মৃধা( এটিএন বাংলা, কাতার প্রতিনিধি) এসময় উপস্থিত ছিলেন মো: শাহ আলম খন্দকার , নাসির উদ্দীন,মোঃ শফিউল আলম, সিলেট মিডিয়া ডটকম প্রতিনিধি ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সাবেক সদস্য কে.এম সুহেল আহমদ প্রমূখ। ‘অতপর’ ব্যান্ডের বিশিষ্ঠ সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটার মধ্য দিয়ে ‘নিউজ টুয়েন্টিফোর’-এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন শেষ হয় রাাত বারটায়।