
চৌধুরী হাসান মাহমুদ, কাতার থেকে : ব্রাহ্মণবাড়িয়ার তরুন উদ্যোক্তা অত্যান্ত প্রতিভাবান আলেম মুফতী গোলাম রব্বানীর নেতৃত্বে সুপারশপ বিগ বাজার আজ সফলতার ৫ম বর্ষে পা রাখল। আজ থেকে পাঁচ বছর পূর্বে ব্রাহ্মণবাড়িয়া শহরবাসী যখন একটি সুপার শপের শুন্যতা প্রবলভাবে অনুভব করছিলো, তখন সেই শুন্যতা পূরণে এগিয়ে আসেন ব্রাহ্মণবাগিয়া জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সহিদ সাহেব।
ব্রাহ্মনবাড়িয়া জেলার কাউতুলী মোড়ে নিজস্ব জায়গায় চার হাজার স্কয়ার ফিটের আয়তন নিয়ে গড়ে তুলেন “সুপার শপ বিগ বাজার”। যেখানে একই ছাদের নীচে অধিকাংশ পন্য পাওয়ার সুযোগ করে দিতে চেষ্টার কমতি রাখেননি। সহিদ সাহেবের বড়ো ছেলে মুফতি গোলাম রব্বানীর সুদৃঢ় নেত্বেতে অনেক চড়াই উৎরাই পেড়িয়ে হাটি হাটি পা পা করে আজ সেই সুপার শপ তার পথচলার পাঁচ বছর পূর্ন করলো।
নাতিদীর্ঘ এই পথচলায় একটা জেলা শহরে চার হাজার স্কয়ারফিটের একটা সুপারশপের উদ্যোগ নেওয়া হয়ত খুব বেশী কঠিন কিছু না কিন্তু এটা পরিচালনা ও ম্যান্টেইন করা ছিলো অনেক পরিমান কঠিন কাজ। কিন্তু তারা প্রমান করলো যে আন্তরিকতা, উদ্যোম আর চেষ্টা থাকলে জেলা শহরেও একটি সুন্দর সুপারশপ চলতে পারে।