
আজ মঙ্গলবার | ১৯ জানুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ | ৫ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ | ৫ জমাদিউস সানি ১৪৪২ হিজরি | রাত ১:২০
ফোরসাইডনিউজ, নিউজ ডেস্ক :- সফলভাবে সম্পন্ন হল নিজের বলার মতো একটা গল্প প্লাটফর্ম এর ঢাকা জেলার ধানমন্ডি জোনের সাপ্তাহিক আলোচনা সভা, অনুষ্ঠানের প্রথমেই সুমধুর কন্ঠে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মোঃ শোয়েব হোসেন । এরপর দেশের প্রতি সম্মান রেখে জাতীয় সংগীত পরিবেশন করেন মাহমুদা খান। এসময় অনুষ্ঠানে উপস্থিত সকলে উঠে দাড়িয়ে সম্মান প্রদর্শন করেন। নিজের বলার মতো একটা গল্প গ্রুপের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ স্যারের প্রবর্তিত চিরন্তন শপথ বাক্য পাঠ করেন রাইসা মানিজা আক্তার।
ধানমন্ডি জোনের সুযোগ্য এম্বাসেডর আতিয়া বিনতে সিদ্দিক তার গুরুত্বপূর্ণ শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু করেন অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম। এরপর সকল সদস্যদের মাঝে পরিচিতি পর্ব সম্পন্ন হন। নতুন পুরাতন সকল সদস্যরা একে অপরের সাথে পরিচিত হতে পেরে অনেক খুশি হন। পরবর্তীতে ধানমন্ডি জোনকে এগিয়ে নিতে খোলা আলোচনা করেন উপস্থিত সদস্যরা। গুরুত্বপূর্ণ আলোচনা ও পরামর্শের মাধ্যমে সদস্যরা উজ্জীবিত হন নতুন উৎসাহে। সর্বশেষ প্রশ্ন-উত্তর পর্বের মাধ্যমে এই ভিন্ন ধর্মী মিটআপের সমাপ্তি ঘোষনা করেন আতিয়া বিনতে সিদ্দিকী।
পুরা অনুষ্ঠানটি পরিচালনা করেন এই প্লাটফর্ম এর রিসার্চ এ্যান্ড প্রমোশন টিমের সদস্য এবং ধানমন্ডি জোনের একজন সদস্য সাইমুন সালেহিন।
উল্লেখ্য, অনলাইনে ভিন্নধর্মী এই অনুষ্ঠানের আয়োজন ব্যাতিক্রমী এক নতুন দিগন্তের সূচনা করেছে। অনুষ্ঠানে সকল সদস্যরা এই প্লাটফর্ম এর প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এত সুন্দর একটি গ্রুপ তৈরি করে নলেজ শেয়ারিং, নেটওয়ার্ক, বিজনেস, এবং উদ্যোক্তা বিষয়ক ফ্রি ট্রেনিং এর সুযোগ করে দেয়ায়।