
ফোরসাইড নিউজ ২৪.কম নির্বাচনী ডেস্ক : সারা দেশে চলছে জনগণের সবচেয় বড় আনন্দের মহুর্তটি আবার বা কারো কাছে সবচেয়ে বেধনাদায়কও বটে সব মিলিয়ে আজকের বাংলাদেশ নির্বাচিত করবে তাদের আগামী ৫ বছরের অভিবাবককে কিন্তু তা পারবে সঠিকভাবে করতে এমনটাও সংসয় অনেকের মধ্যে।
তবে আজকের ভোটারদের মধ্যে আছে অনেক নতুন ভোটার কিন্তু কোন প্রার্থীই যদি নতুন ভোটার হয় তাহলে তার অনুভূতিটা কেমন হবে ?
তেমনই একজন হলেন শেরপুর -১ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা। রোববার সকাল ৮টা পর জেলার সদর থানায় দিশা প্রিপারেটরী স্কুল এন্ড কলেজ ভোটকেন্দ্রে গিয়ে তিনি অভিযোগ করেন ভোটকেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন
তিনি বলেন, জীবনে প্রথম ভোট দিয়েছি। আমার খুবই ভালো লাগছে। সুষ্ঠু ভোট হলে শেরপুর -১ এ ধানের শীষের জয় সুনিশ্চিত। এসময় অভিযোগ করেন, তার এজেন্টদেরকে কেন্দ্রে ঢুকতে দেয়া হচ্ছে না, তাদের বাধাগ্রস্থ করা হচ্ছে। আসনের ১০০টি কেন্দ্রেই এমন পরিস্থিতি বলে অভিযোগ করেন তিনি।