
ফোরসাইড নিউজ ২৪.কম ডেস্ক রিপোর্ট: কারাগারে বন্দী দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলীয় প্রধানকে ছাড়াই নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপিসহ দেশের অধিকাংশ রাজনৈতিক দল। রাত পোহালেই ভোট। ভোটের আগের দিন দেশবাসী ও ভোটারদের কাছে কারাগার থেকে বার্তা পাঠিয়েছেন বেগম খালেদা জিয়া।
ফজরের নামাজ পড়েই ভোটকেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন কারাবান্দী বেগম খালেদা জিয়া।
খালেদা জিয়ার উদ্বৃতি দিয়ে রিজভী আরো বলেন, ভোট শুরুর আগে ব্যালট বাক্স পরীক্ষা করবেন। ভোট দিয়ে কেন্দ্রের আশপাশে থাকবেন। আপনারা শুধু সাধারণ ভোটারই নন, ভোটারদের অতন্দ্র প্রহরী। ভোট গ্রহণ শেষে ভোট গণনা করে কে কত ভোট পেলো তা নিশ্চিত না হয়ে সাদা কাগজে সই করবেন না। কোনো অবস্থাতেই প্রিজাইডিং অফিসারের সই ছাড়া সই করবেন না। ফলাফল নিয়ে প্রিজাইডিং অফিসারের সাথে রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাবেন।