
ফোরসাইড নিউজ ২৪.কম দোহা থেকে সি এম হাসান : নতুন বছরে নুতুন উদ্যমে শক্রুবার সন্ধ্যায় দোহা শহরে নুজুম গ্রুফের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় নুজুম গ্রুপ আয়োজিত “নুজুম লাল চা সাহিত্য” আড্ডার পঞ্চম পর্ব ।
সাহিত্য সভাটি, সি এম হাসান এর সঞ্চালনায়- হাফেজ মাও: শীবলি এর কণ্ঠে পবিত্র কোরআন তিলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়, এবং হাফিজুর রহমান নাহিদ (ডিরেক্টর এডমিন ও প্ল্যানিং নুজুম গ্রুপ) এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় সাহিত্য প্রোগ্রাম।
প্রধান অথিতি হিসাবে উপস্হিত ছিলেন নুজুম গ্রুপের সম্মানীত ম্যানেজিং ডিরেক্টর জনাব চৌধুরী হাসান মাহমুদ । তিনি তার বক্তব্যে শিক্ষার প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরে এবং প্রবাসে থেকেও একজন ব্যাক্তি কী করে প্রবাসে বসে নিজেকে সাহিত্য চর্চায় নিয়োজিত রাখতে পারে আলোচনা করেন, এবং তিনি বলেন এই সাহিত্য আড্ডার মাধ্যমে প্রবাসিদের থেকে প্রতিভাবানদের প্রতিভাকে খুঁজে বের করা যাবে এবং সকলের মধ্য কিভাবে বই পড়তে উৎসাহ ও আগ্রহ তৈরী করা যায় এই বিষয়গুলো আলোচনায় উঠে আসে। এবং সভায় একটি সমৃদ্ব পাঠাগারের প্রস্তাব করা হয়।
আড্ডায় বিশেষ অতিথী হিসেবে উপস্হিত ছিলেন নুজুম গ্রুপের অনারেবল ডিরেক্টর জনাব নুরুল হুদা।
আড্ডায় জনাব মাহমুদ চৌধুরীর কন্ঠে নির্মলেন্দু গুণের জনপ্রিয় কবিতা “তোমার চোখ এতো লাল কেন?” কবিতাটি আবৃত্তি করেন এবং সি এম হাসান এর কন্ঠে “শুধু তোমার জন্য” কবিতাটি আবৃত্তি করা হয়। আলোচনায় আরও উঠে নির্মলেন্দু গুণ এর জীবন বৃত্তান্ত জন্ম: জুন ২১, ১৯৪৫, আষাঢ় ৭, ১৩৫২ বঙ্গাব্দ, যিনি নির্মলেন্দু গুণ নামে ব্যাপক পরিচিত,তিনি একজন বাংলাদেশী কবি এবং চিত্রশিল্পী। কবিতার পাশাপাশি তিনি গদ্য এবং ভ্রমণকাহিনীও লিখেছেন। তাঁর কবিতায় মূলত নারীপ্রেম, শ্রেণি-সংগ্রাম এবং স্বৈরাচার বিরোধীতা, এ-বিষয়সমূহ প্রকাশ পেয়েছে। ১৯৭০ সালে প্রথম কাব্যগ্রন্থ প্রেমাংশুর রক্ত চাই প্রকাশিত হবার পর জনপ্রিয়তা অর্জন করে। এ-গ্রন্থের ঐতিহাসিক প্রেক্ষাপটে লেখা হুলিয়া কবিতাটি ব্যাপক জরপ্রিয়তা অর্জন করে। তিনি ১৯৮২ সালে বাংলা একাডেমী , ২০০১ সালে একুশে পদক এবং ২০১৬ সালে স্বাধীনতা পুরস্কার অর্জন করেন।
পরবর্তীতে জনাব মোহাম্মদ তাফাজ্জল হোসেন নুজুম লাল চা সাহিত্য আড্ডায় সবাইকে অ্যাপায়নের ব্যাবস্থা করেন।
পরিশেষে জনাব চৌধুরী হাসান মাহমুদ ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করেন।