
আজ বৃহস্পতিবার | ৩০ জুন ২০২২ খ্রিস্টাব্দ | ১৬ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ | ৩০ জিলকদ ১৪৪৩ হিজরি | দুপুর ১:৫৫
ফোরসাইডনিউজ২৪.কম :- মহান একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস উপলক্ষে নিজের বলার মত একটা গল্প – এনআরবি কাতার এর সাপ্তাহিক মিট-আপ অনুষ্ঠিত হয় এনআরবি কাতারের গল্প গ্রুপের সফল উদ্যোক্তা , চৌধুরী হাসান মাহমুদ এর অফিসে- নুজুম গ্রুপে।
নুজুম গ্রুপে ভাষা শহীদ দিবস উপলক্ষে আয়োজন করা হয় একটি সাংস্কৃতিক সন্ধ্যা ও লাল চায়ের আড্ডা, চৌধুরী হাসান মাহমুদ এর পরিচালনায় (ম্যানেজিং ডাইরেক্টর – নুজুম গ্রুপ), সিএম হাসান ( অনারেবল ডাইরেক্টর – নুজুম গ্রুপ এবং উদ্যোগতা QB Fashion World) এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজের বলার মত একটা গল্প গ্রুপের – এনআরবি কাতারের কান্ট্রি অ্যাম্বাসেডর আলামিন হোসেন, QB Fashion World এর উদ্যোক্তা আরিফ ইসলাম।
অনুষ্ঠানের শুরুতেই মোঃ তোফাজ্জল হোসেনের(অনারেবল ডাইরেক্টর – নুজুম গ্রুপ) পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং শাহ মাসুম খাদেম ( পারচেজ ডাইরেক্টর- নুজুম গ্রুপ) এর সুমধুর কন্ঠে ইসলামিক সংগীত দিয়ে শুরু হয়, বক্তার এখানে আলোচনা করেন ভাষা দিবসের ইতিহাস, ভাষা সৈনিকদের জীবনী ও তাৎপর্য ও সমৃদ্ধি নিয়ে, কি করে মানুষকে ভাষাপ্রেমী করা যায় এবং ভাষা শুদ্ধি করন করা যায়, বক্তারা নুজুম গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর চৌধুরী হাসান মাহমুদ এর নিকট আবেদন করেন যে সবসময় এমন সাংস্কৃতিক সন্ধ্যা ও ভাষা শিক্ষার প্রচলন নিয়মিত করার জন্য, সবাই বাংলা ভাষাকে কি করে ভালবাসতে হবে এবং ভাষা প্রেমীদের কে তাৎপর্য নিয়ে আলোচনা করেন এবং নিজের বলার মত একটা গল্প গ্রুপের সদস্য মোঃ কামরুল হাসান,সিএম হাসান, আল-আমিন চৌধুরী হাসান মাহমুদ সকলের উদ্দেশ্যে কবিতা আবৃত্তি করেন, সাইফুল ইসলাম, সহিদ হোসেন, তোফাজ্জল হোসেন, মোহাম্মদ হাসান সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
সবশেষে হাফেজ মাওলানা তোহা সাহেবের ভাষা শহীদদের জন্য দোয়া ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে সারা বিশ্বের মুসলমানদের জন্য এবং বাংলাদেশে জাতির জন্য দোয়া করেন এবং লাল চায়ের আড্ডার সাথে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন।