
আজ বৃহস্পতিবার | ২৬ মে ২০২২ খ্রিস্টাব্দ | ১২ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ | ২৪ শাওয়াল ১৪৪৩ হিজরি | দুপুর ২:৪৫
সারাদেশে শুরু হয়ছে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। এবার অংশ নিছে ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ খুদে শিক্ষার্থী।
এর মধ্যে প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নিছে ২৭ লাখ ৭৭ হাজার ২৭০ শিক্ষার্থী। আর ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিছে ৩ লাখ ১৭ হাজার ৮৫৩ শিক্ষার্থী। এছাড়া, ৩ হাজার ২৯৪ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীও পরীক্ষায় বসার কথা।
পিইসিতে ৬টি বিষয়ের প্রতিটিতে ১০০ করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা হবে। এবার পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্ন-এমসিকিউ বাদ দেয়া হয়েছে। আগামী ২৬ নভেম্বর শেষ হবে পিইসি পরীক্ষা।