
foursidenews24.com: কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম ও খতিব মাওলানা শিহাব উদ্দিন চৌধুরী দীর্ঘ দিন থেকে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ২২ জুন (শনিবার) কাতারের সময় দুপুর ১ টা ৪৫ মিনিটের সময় ইন্তেকাল করেছেন ।……(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মারহুমের নামাযে জানাযা ২৩ জুন ( রবিবার) বাদ এ’শা রাজধানী দোহায় আবু হামুর কবরস্থানে অনুষ্ঠিত হয়।
তিনি মৃত্যুকালে স্ত্রী , সন্তান- সন্ততীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে মারা যান।
তার মৃত্যুতে শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করেছে ‘মজলিসে ইত্তেহাদুল মুসলিমীন দোহা- কাতার’
‘বাংলাদেশ লেখক- সাংবাদিক অসোসিয়েশন কাতার, ও বাউবি শিক্ষার্থী কল্যাণ সংগঠন ‘ ডাক দিয়ে যাই’, কাতারস্থ সকল সামাজিক,ইসলামীক ও রাজনৈতিক অঙ্গ সংগঠন সহ সকল প্রবাসীবৃন্দ।
আমরা সকলেই তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।
এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,
আগামি ২৪জুন (সোমবার) বাদ ঈশা কাতারের প্রসিদ্ধ মসজিদ-গানেম মসজিদে মরহুমের জীবনী আলোচনা পূর্বক বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। উক্ত দোয়া
অনুষ্ঠানে আয়োজক কমিটির পক্ষ থেকে সকলকে আসার আমন্ত্রণ জানানো হয়।