
ফোরসাইডনিউজ২৪.কম,কাতার থেকে সিএমম হাসান : মধ্য প্রাচ্যের তেল সমৃদ্ধ একমাত্র ধনী দেশ কাতার। আর সেই কাতারে বাংলাদেশী লেখক- সাংবাদিকদের একমাত্র সুসংগঠিত সংগঠন ” বাংলাদেশ লেখক- সাংবাদিক অ্যাসোসিয়েশন কাতার”।
৮ মে (শুক্রবার) রাত ১০ ঘটিকার সময় রাজধানী দোহার নাজমার মিষ্টিমেলা রেষ্টুরেন্টে সংগঠনের মাসিক প্রশিক্ষণ কর্মশালা ও কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ লেখক সাংবাদিক এসোসিয়েশন কাতারের সভাপতি ও এনটিভি কাতার প্রতিনিধি জনাব এ.কে.এম. আমিনুল হকের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক শাহাবুদ্দীন শামিমের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন প্রথম আলোর কাতার প্রতিনিধি তামীম রায়হান। বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও ডিবিসি নিউজ কাতার প্রতিনিধি আমিনুল ইসলাম, এটিএন বাংলার কাতার প্রতিনিধি হারুনুর রশিদ মৃধা, এস টিভি কাতার প্রতিনিধি শেখ ফারুক ও আওয়ার কণ্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক নুরে আলম জাহাঙ্গীর, সিলেট মিডিয়ার কাতার প্রতিনিধি কে এম সুহেল আহমেদ ও আওয়ার কণ্ঠের দোহা প্রতিনিধি শফিকুল ইসলাম তালুকদার সহ ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।